Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সাবেক আইনমন্ত্রী আনিসুল ও এমপি জ্যাকব রিমান্ডে

আনিসুল হক ও সালমান এফ রহমানসহ অন্যদের বুধবার আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
আনিসুল হক ও সালমান এফ রহমানসহ অন্যদের বুধবার আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকালে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদের মধ্যে আনিসুল হককে ঢাকার উত্তরা পূর্ব থানায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় এবং জ্যাকবকে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাদের জামিন চেয়ে আবেদন করে।

পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত আনিসুল হকের পাঁচদিন এবং জ্যাকবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।

উভয় পক্ষের আইনজীবী শেষে আনিসুল হকের পাঁচ দিন ও জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আদেশ দেওয়ার আগে বিচারক জ্যাকবের কাছে জানতে চান তার কিছু বলার আছে কি না। এ সময় জ্যাকব বলেন, “আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছে তিনি ভুল করেছেন।”

এই মামলায় তার নাম-ঠিকানা ভুল লেখা হয়েছে দাবি করে জ্যাকব বলেন, “আমাকে কষ্ট ও হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনও যাইনি। আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার। আপনি ন্যায়বিচার করবেন।”

পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

আনিসুল হকের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

জ্যাকবের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের চাচাত ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহার নামীয় ১২২ নম্বর আসামি।

গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকবকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আনিসুল-সালমানসহ ৭ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন ও শাহজাহান খান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার বিভিন্ন থানার মামলায় বুধবার আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত