ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় মো. ফজলুল করিম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেয়।
উত্তরা পূর্ব থানায় করা এ মামলায় তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকালে আসামিদের গুলিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলাটি করেন।
গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।