বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো র্যাবের এক বার্তায় জানানো হয়েছে।
র্যাব জানায়, সাবেক এমপি রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাবের বার্তায় উল্লেখ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতন হলে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেয়। পাশাপাশি দলটির প্রায় সব পর্যায়ের নেতাকর্মীও চলে যায় আত্মগোপনে।
এর মধ্যে দেশজুড়ে একের পর এক মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি সাবেক অনেক মন্ত্রী ও এমপিকে গ্রেপ্তারও করা হয়েছে, যার ধারাবাহিকতায় সর্বশেষ গ্রেপ্তার হলেন সাবেক এমপি রিপু।
রাগেবুল আহসান রিপু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া সদর আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন।
এরপর গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে এমপি হন তিনি। তবে আওয়ামী লীগের সরকার পতনের পর রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দিলে এমপি পদ হারান রিপু।