Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদনান ইমাম
আদনান ইমাম
[publishpress_authors_box]

শেয়ারবাজার কারসাজির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের করা আবেদনে বলা হয়, এনআরবিসি ব্যাংকয়ের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থাকার সময় আদনান ইমাম অন্যদের সঙ্গে যোগসাজশ করে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।

অনুসন্ধানে দুদক জানতে পেরেছে যে, আদনান ইমামের দেশত্যাগের চেষ্টা করছেন। সেকারণেই তার বিদেশ গমন ঠেকাতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফরাছত আলী এবং সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেয় একই আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত