Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের নামে মামলা

আদালতে এনামুর রহমান। ছবি : সকাল সন্ধ্যা
আদালতে এনামুর রহমান। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সাড়ে ৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- ১ এ কমিশনের পক্ষে মামলাটি করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “এনামুর রহমানের নামে ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমান ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার টাকা।”

এছাড়া এনামুর রহমানের পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, দুদকের অনুসন্ধানে ডা. মো. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আক্তার হোসেন।

তিনি বলেন, “রওশন আক্তার চৌধুরীর নামে বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে মর্মে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত