Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন কারাগারে

chanoar
[publishpress_authors_box]

ঢাকার ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।

গত ১৫ ফেব্রুয়ারি রাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ওইদিন তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে। ১৭ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বারিধারা এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে গত ১১ আগস্ট বাসায় ফেরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত