কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটের জয়ে চতুর্থ দল হয়ে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চেয়ে এগিয়ে আছে তারা। তালিকায় তিনে থেকে প্লে অফে পা রাখা বরিশালের লক্ষ্য এক নম্বর হয়ে বিপিএল শেষ করা। সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথা জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
মিরপুরের উইকেটে রান তাড়ায় নেমে জয়ের উদাহরণ খুব বেশি নেই। বরিশালেরও কুমিল্লার দেয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়েছে। ইনিংসের শেষ ওভারে গিয়ে ২ বল বাকি থাকতে জিতেছে তারা। তামিম ইকবালের ৪৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করা ৬৬ রানে বরিশালের জয় নিশ্চিত হয়।
এই ম্যাচ হারলেও প্লে অফে যাওয়ার সুযোগ ছিল বরিশালের। তখন শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বিশাল ব্যবধানে হারাতে হতো খুলনা টাইগার্সকে। তামিমরা জিতে যাওয়ায় সিলেট-খুলনা ম্যাচ একরকম নিয়মরক্ষার লড়াই হয়েছে।
আসরে সবচেয়ে অভিজ্ঞ দল গড়েও প্লে অফে সবশেষে আসতে হয়েছে বরিশালকে। একটা সময় শীর্ষ চারে থাকা কঠিন হয়ে পড়েছিল দলটির। এখন সেই অবস্থা নেই। প্লে অফে পা রাখার আগে কুমিল্লার বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানো জয় তামিমদের আরও চাঙ্গা করেছে বলে জানালেন তাইজুল।
এই স্পিনার বলেছেন, “হতে পারে আমরা চার নম্বর দল হিসেবে প্লে অফে পা রেখেছি। কিন্তু আমরা এক নম্বর হয়েও তো শেষ করতে পারি। দেখা যাক, কপালে থাকলে আমরা এক নম্বরও হতে পারি।”
২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিপক্ষে এলিমিনেটরে মুখোমুখি হবে বরিশাল। ওই ম্যাচ হারলেই যে কোনও এক দলের টুর্নামেন্ট শেষ। তার আগে মিরপুরের উইকেটে খেলে ফেলায় নিজেদের এগিয়ে রাখছেন তাইজুল, “অবশ্যই এটা একটা সুবিধা। যখন নতুন উইকেটে খেলবেন তখন সব ক্রিকেটারের মনে একটা সন্দেহ থাকে যে উইকেট না কেমন করবে! আর মিরপুরের উইকেট তো সবাই জানে যে আগে থেকে বলা যায় না কখন কি করে। সেদিক থেকে আমরা চট্টগ্রামের চেয়ে একটু এগিয়ে থাকবো।”