টানা ৬ ম্যাচ হারের পর চট্টগ্রামে দারুণ স্মৃতি নিয়ে নামছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দরযি সংগ্রহ ২৫৪ রান গড়েছে তারা। লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে ব্যাটিং রেকর্ড ওলটপালট করেছেন।
সেই স্মৃতির পরের ম্যাচে আজ চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে নামছে ঢাকা। টস জিতে আগে ব্যাটিং নিয়েছে দলটির অধিনায়ক থিসারা পেরেরা। তবে চ্যালেঞ্জ হলো হেভিওয়েট ফরচুন বরিশালকে পারফরম্যান্সের ধারাবাহিকতায় থামাতে পারবেন লিটনরা?
আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ হেরেছে তামিম ইকবালের নেতৃত্বে থাকা ফরচুন বরিশাল। দুটোই রংপুর রাইডার্সের বিপক্ষে। এই দল বাদে বাকি প্রতিপক্ষদের অনায়াসে হারিয়েছে বরিশাল। সেই হিসেবে ঢাকাকে আগের ম্যাচে হারানো দলটি আবারও একই ফল চাইবে।
অন্য দলের বিপক্ষে সাফল্য দেখানো বরিশালকে থামানো ঢাকার জন্য চ্যালেঞ্জের। লিটন, তামিমরা না টিকলে ঢাকার পক্ষে বড় রান তোলা কঠিন। ওদিকে তামিমদের টপঅর্ডার ব্যর্থ হলেও নিচের দিকে পাওয়ার হিটাররা দলকে বড় রান এনে দিচ্ছেন। পাশাপাশি দলটির ব্যাটিং লাইন শক্তিশালি করে এই পর্ব থেকে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান।
এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই বড় রান করছে দলগুলো। সেদিক থেকে স্কোরবোর্ডে বিশাল স্কোর না থাকলে এবার জেতা কঠিন। বরিশালকে হারাতে হলে তাই রানের হিসেবে জিততে হবে ঢাকাকে।
ঢাকা ক্যাপিটালস : তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাব্বির রহমান, জেপি কটজে, মুনিম শাহরিয়ার, চাতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা (অধিনায়ক), ফরমানউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ডাভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিপন মন্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবি, তানভীর ইসলাম, জাহানদাদ খান।