পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পর্ষদে চার সাংবাদিকসহ সাতজনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
নিয়োগ পাওয়া চার সাংবাদিক হলেন, ইংরেজি দৈনিক ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের’ সম্পাদক সামশুল হক জাহিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শাহনাজ সারমিন রিনভী, সাবেক ইআরএফ সভাপতি ও এশিয়াটিক ফোর্থ পিআরের টিম লিডার খাজা মঈন উদ্দিন এবং সাংবাদিক জিয়াউর রহমান।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চার সাংবাদিকসহ নতুন সাত জনকে সরকারি সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকেই এই আদেশ পরবর্তী তিন বছরের জন্য কার্যকর হবে।
এছাড়া পিকেএসএফের পর্ষদে নিয়োগ পাওয়া বাকী তিন সদস্য হলেন- বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, অধ্যাপক শার্মিনা সরকার (ফ্লোরা সরকার) এবং দেওয়ান এ এইচ আলমগীর।
পদাধিকার বলে চেয়ারম্যানকে প্রধান করে ২৫ সদস্য নিয়ে পিকেএসএফের সাধারণ পর্ষদ গঠিত হয়। এরমধ্যে সরকারি সদস্য হিসেবে সর্বোচ্চ ১৫ জন সদস্য নিয়োগ দিতে পারে সরকার।
পিকেএসএফের একজন কর্মকর্তা সকাল সন্ধ্যাকে জানান, বর্তমানে ২৪ জন সদস্য নিয়ে সংস্থাটির সাধারণ পর্ষদ পরিচালিত হচ্ছে। এরমধ্যে সরকারি সদস্য কোটায় ৭ জনের মেয়াদ শেষ হয়েছে। বাকি আট জনের মেয়াদ শেষ হয়নি অথবা পুনঃনিয়োগ পেতে পারেন।
নতুন মনোনয়ন পাওয়া এই সাতজন মেয়াদ শেষ হওয়া সাত জনের স্থলাভিষিক্ত হবেন বলে জানান তিনি।