Beta
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের বাজারে আটঘাট বেঁধে নামছে টিউবি

Tubi_fox
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

‘মিডিয়া মুঘল’ নামে পরিচিত রুপার্ট মারডকের ফক্স কর্পোরেশন টিভি সিরিজ এবং মুভি নিয়ে যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাজারে প্রবেশ করার ঘোষণা দিয়েছে।   

ধারণা করা হচ্ছে, তাদের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিউবি- নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভিএক্স এবং চ্যানেল ফোর এর স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি বিবিসি আইপ্লেয়ারের সঙ্গেও পাল্লা দেবে।

জানা গেছে, প্ল্যাটফর্মটি দ্রুত আমেরিকার বাজারে জায়গা করে নিচ্ছে। ফক্সের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ইতিমধ্যে টিউবির ৮০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিউবি জানিয়েছে, ডিজনি, লায়নসগেইট, এনবিসিউনিভারসাল এবং সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের কনটেন্টসহ যুক্তরাজ্যে তারা ২০ হাজারের বেশি সিনেমা এবং টিভি সিরিজ দেখার সুযোগ করে দেবে।

প্ল্যাটফর্মটিতে এমনকি ব্রিটিশ, ভারতীয় এবং নাইজেরিয়ান কন্টেন্টও উপভোগ করা যাবে।

যুক্তরাজ্যের দর্শকরা টিউবি ওয়েবপেইজ এবং স্মার্টফোন অ্যাপের মাধ্যমে এই কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন।

টিউবির চিফ এক্সিকিউটিভ অঞ্জলি বলেন, “উত্তর আমেরিকায় গত এক দশকে আমরা এমন একটি সুবিশাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম গড়ে তুলেছি যা বিনামূল্যে ব্যবহার করা যায়। আমরা মনে করি, যুক্তরাজ্যের দর্শকদের কাছে আমাদের এই প্ল্যাটফর্ম পৌঁছে দেওয়ার এখনই উপযুক্ত সময়।”

ফক্স কর্পোরেশন ২০২০ সালে তরুণ দর্শকদের কথা মাথায় রেখেই বাজারে টিউবি নিয়ে আসে।

সাম্প্রতিক বছরগুলোতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাসের মতো বিজ্ঞাপন নির্ভর প্ল্যাটফর্মগুলো তাদের আয় বৃদ্ধির জন্য সাবস্ক্রিপশন মূল্য বাড়িয়েছে।

প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার সংখ্যা বাড়াতে গিয়ে কন্টেন্ট সংখ্যা বৃদ্ধির দিকে দিতে হচ্ছে মনোযোগ। আর এটি করতে গিয়েই তাদের বাড়াতে হচ্ছে সাবস্ক্রিপশন মূল্য।

গত মার্চে রুপার্ট মারডকের টকটিভি নেটওয়ার্ক ঘোষণা দেয়, শিগগিরই টকটিভি তাদের সম্প্রচার বন্ধ করে দিয়ে অনলাইনভিত্তিক পরিষেবা দিতে শুরু করবে।

২০২২ সালে চালু হওয়া এই চ্যানেলটি শুরু থেকেই দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়।

মারডক আশা করছেন, নতুন এই পদক্ষেপ টেলিভিশন সম্প্রচারের জগতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

১৯৮৪ সালে স্কাই টিভি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই মিডিয়া ধনুকুবের যুক্তরাজ্যের ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তথ্যসূত্র: বিবিসি

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত