নগরে আগুন লাগলে দেবালয়ও বাদ যায় না-কথাটা পুরোনো। লস অ্যাঞ্জেলসের অবস্থাও তাই। ওয়াইল্ডফায়ার অ্যালায়ান্সে জানিয়েছে, বিনোদন নগরী হিসেবে পরিচিত শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক এই দাবানলে প্রায় এক হাজার অবকাঠামো পুড়ে গেছে।
পুড়েছে হলিউড তারকাদের বাড়ি। বাদ যায়নি ক্রীড়াঙ্গনের তারকাদের বাড়ি আর পদকগুলোও। সব হারানো অ্যাথলেটদের মধ্যে অন্যতম সাঁতারু গ্যারি হল জুনিয়র। অলিম্পিকে ১০টি পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
আটালান্টা, সিডনি ও অ্যাথেন্স অলিম্পিক মিলিয়ে ৫টি সোনা, ৩টি রুপা আর ২টি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন ৩টি সোনাসহ ৬ পদক।
সেই পদকগুলো বাঁচাতে না পারা নিয়ে সিএনএন গ্যারি হল বললেন, ‘‘আমার সব শেষ হয়ে গেছে। বেডরুম থেকে পদকগুলো ৭০ ফুট দূরে ছিল। কিন্তু আমার কিছু করার ছিল না। চোখের সামনে সব পুড়তে দেখেছি।’’
দাবানলে পুড়েছে মেক্সিকো ফরোয়ার্ড কার্লোস ভেলার বাড়িও। মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা ভেলার স্ত্রী সাইয়োয়া ক্যানিবানো জানিয়েছেন, ‘‘মালিবুতে আমাদের সুন্দর বাড়িটি পুড়ে গেছে। যা কিছু ঘটছে আমরা তার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারিনি।’’ তবে ভেলাসহ পরিবারের অন্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।
পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স লিগের (এনডব্লিউএসএল) দল অ্যাঞ্জেল সিটির ডিফেন্ডার আলি রাইলির বাড়িও। চেলসি ও বায়ার্নে খেলা নিউজিল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন খবরটা।