Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

জুলাই-সেপ্টেম্বরে জিডিপি প্রবৃদ্ধিতে হোঁচট, নেমেছে ১.৮১ শতাংশে

SS-GDP-growth-060125
[publishpress_authors_box]

দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি শ্লথ হয়ে আসায় গত অর্থবছর থেকেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমছিল; তা ধরাশায়ী হয়েছে গত জুলাইয়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা ও শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষের কারণে।  

সরকারি হিসাবমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫ দশমিক ৪২ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) ৩ দশমিক ৯১ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি নিয়ে শেষ হয়েছিল গত ২০২৩-২৪ অর্থবছর।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৮১ শতাংশ। এই প্রবৃদ্ধি গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট কম।

গত অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ৪ দশমিক ৭৮ শতাংশ।

গত জুলাইয়ে শুরু হওয়া বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দমন-পীড়ন ও সহিংসতা শুরু হলে মাসের মাঝামাঝিতে তা আরও তীব্র হয়। এর মধ্যে দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়।

পুরো জুলাইয়ে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়ে। ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপরও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগস্টেও অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন গতি দেখা যায়নি। সেপ্টেম্বরেও ছিল শ্রম অসন্তোষ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির তিন প্রধান সূচকের মধ্যে শিল্প খাতের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে।

সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হালনাগাদ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প খাতে। ওই তিন মাসে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে ৮ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাকি দুই সূচক কৃষি ও সেবা খাতেও কমেছে প্রবৃদ্ধি।

কৃষি খাত প্রবৃদ্ধি পেয়েছে মাত্র দশমিক ১৬ শতাংশ; যা গত অর্থবছরের একই সময়ে ছিল দশমিক ৩৫ শতাংশ।

আর সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৫৪ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এই প্রতিদেনে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সার্বিকভাবে ১ দশমিক ৮১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ধরা হয়েছে।

গত ২০২৩-২৪ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়ায় ৪৫৯ বিলিয়ন ডলার; বাংলাদেশি টাকায় তা ৫০ লাখ ৪৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত