সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কুসুম শিকদারের ‘শরতের জবা’ সিনেমায় ‘কোকিল ডাকে ময়না’ গানের মধ্য দিয়ে ফের আলোচনায় এসেছেন। গানটি মানুষের মুখে মুখে ফিরলেও কিছুটা আড়ালেই ছিলেন এই শিল্পী। তবে প্রচারের আলোয় না এলেও গানটি নিয়ে শ্রোতাদের ভালোবাসার উষ্ণতা নিভৃতেই উপভোগ করেছেন তিনি।
“দারুণ একটা হিপহপ টাইপের গান। আমি খুবই ব্লেসড দারুণ একটি চলচ্চিত্রে আমার কণ্ঠে একটি গান ব্যবহৃত হয়েছে। ছবিটাও দারুণ হয়েছে। গানে শহিদুল আলম সাচ্চুর মতো গুণী অভিনেতাকে পেয়েছি। প্রতিনিয়তই প্রশংসা পাচ্ছি। ভালো কাজের স্বীকৃতি শ্রোতারাই দেয়। এটা আবারও প্রমাণিত,” সকাল সন্ধ্যাকে বলেন আনিকা।
প্লেব্যাক গানে আনিকার ভাগ্যটা সুপ্রসন্ন। ২০১৯ সালে প্রথম প্লেব্যাকে পেয়েছিলেন কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড। হৃদয় খানের সুর ও সঙ্গীতে ‘জলে ভাসা ফুল’ গানটি ছিল সাকিব সনেটের ‘নোলক’সিনেমার। তবে আনিকা গান করেছেন বেশ কিছু নাটকেও।
“প্লেব্যাকে নিয়মিতই গাইতে চাই। বড়পর্দা কিংবা ওটিটি প্লাটফর্মে বৈচিত্রপূর্ণ কাজ হচ্ছে। গানেও এ ধারা অব্যহত থাকুক,” বললেন আনিকা।
স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করে চলছেন এই শিল্পী। বিশেষ করে করপোরেট শো গুলোতে নিয়মিত ডাক পাচ্ছেন তিনি। চলতি মাসেই জিপি নাইট, ইউনিলিভার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর আয়োজনে বেশ কিছু কনসার্টে পারফর্ম করেন আনিকা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউনাইটেড কনভেনশন সেন্টারে প্রীতম হাসান ও আনিকা গাইবেন একটি কনসার্টে। নভেম্বরজুড়েও ঢাকা ও কক্সবাজারে বেশ কিছু শো রয়েছে এই শিল্পীর হাতে।
আনিকা জানান, ফোক, রক ও হিপহপ জনরার জনপ্রিয় গানগুলো কাভার করার পাশাপাশি নিজের জনপ্রিয় গানগুলোরও অনুরোধ পাচ্ছেন শো-গুলোতে।
কোন শ্রেণির শ্রোতাদের জন্য গান করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমার টার্গেট অডিয়েন্স পুরো বাংলাদেশ। সব শ্রেণির শ্রোতাদের জন্যই গাইতে চাই। শোতে আমার গানগুলো আমি ওইভাবেই সিলেক্ট করি । তবে এটা ঠিক আমার থেকে যাদের বয়স কম অর্থাৎ জেন জি-রা আমার স্টেজ পারফর্মেন্স অনেক পছন্দ করে। একটা জিনিস আমার খুব ভালো লাগে জেন জি-রা জাজমেন্টাল না। একটা নতুন জেনারেশান ক্রিয়েট হচ্ছে যারা খুব চমৎকারভাবে নতুনকে একসেপ্ট করতে পারে।”
জুলাইয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করছিলেন আনিকা। প্রসঙ্গক্রমে করলেন তার স্মৃতিচারণ।
“শো শেষে ৮ বছর বয়সী একটা বাচ্চা আর তার মা আমার দিকে এগিয়ে এলেন। মেয়েটা আমার সাথে ছবি তুলতে চায়। সে কোরিয়ান মিউজিক পছন্দ করে। কিছুতেই কনসার্টে আসতে চাচ্ছিল না। অনেক বলে কয়ে মা এনেছেন। আমার গান শুনে সে খুব মজা পেয়েছিল। তাই শো শেষে আমার কাছে আসতে চাচ্ছিল। তার মা তাকে জিগেস করলো, তুমিতো বাংলা গান পছন্দ করো না। উত্তরে সে বলেছিলো আমি নাকি কোরিয়ান স্টারের মতোই পারফর্ম করি,” বললেন আনিকা।
চট্টগ্রামে বেড়ে ওঠা তাসনিম আনিকার রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’ এর মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পরিচিতি পান। ২০১২ সালে এ প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন তিনি।
টিএম রেকর্ডস থেকে ২০২২ সালে প্রকাশিত হয় তার দুটি গান ‘পালাবি কোথায়’ ও ‘পরাণ বন্ধু’। ‘পালাবি কোথায়’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি।
আনিকা জানালেন নতুন বছরে প্রকাশিত হতে যাচ্ছে ফুয়াদ এর সঙ্গীত পরিচালনায় শাহান কবন্ধের কথায় নতুন একটি গান।