জার্মানি ৫ : ১ স্কটল্যান্ড
ইউরোর শুরুটা হলো আবেগি। সাত মিনিটের ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ট্রফি নিয়ে এসেছিলেন জার্মানির সাবেক দুই অধিনায়ক বের্নার্ড ডিটস ও ইয়ুর্গেন ক্লিনসমান। দুজনের মধ্যে ছিলে প্রয়াত জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্ত্রী হfইডি। ইউরো শুরুর আগে স্মরণ করা হয় গত জানুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমানো বেকেনবাওয়ারকে।
এরপর উদ্বোধনী ম্যাচে প্রথম মিনিট থেকেই স্কটল্যান্ডের উপর চড়াও জার্মানি। দশ জনে পরিণত হওয়া স্কটিশদের ৫-১ গোলে উড়িয়ে ফেবারিটের মতো ইউরো শুরু করল স্বাগতিকরা। একটি করে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুলক্রুগ ও এমরি কেন।
দশম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। জোশুয়া কিমিখের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া আগুনে শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর ৪২ দিন বয়সের এই তারকা। জার্মানির হয়ে ইউরোয় এটাই সবচেয়ে কম বয়সে করা গোলের রেকর্ড।
২০২০ সালের ইউরোয় ২২ বছর ৮ দিনে আগের রেকর্ডটা ছিল কাই হাভার্টজের। সেই হাভার্টজের অ্যাসিস্টে ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। আজ তার বয়স ২১ বছর ১০৯ দিন। অর্থাৎ তিনিও ভেঙেছেন হাভার্টজের রেকর্ড।
বিরতির কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে জার্মানিকে ৩-০ গোলে এগিয়ে দেন হাভার্টজ। রায়ান পোর্টিয়াস ডিবক্সে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে জঘন্য ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা আর লাল কার্ড দেখেন পোর্টিয়াস।
বিরতির পর ১০ জন নিয়ে খেলা স্কটল্যান্ড কোণঠাসা হয়ে পড়ে। ৬০ মিনিট শেষে জার্মানির বল পজেশন যেখানে ৭৩.১ সেখানে স্কটিশদের ২৬.৯ শতাংশ। পোস্টে একটা শট পর্যন্ত নিতে পারেনি তখন পর্যন্ত। উল্টো ৬৮ মিনেটে নিকলাস ফুলক্রুগের গোলে ব্যবধান ৪-০ করে জার্মানি। ১৮ গজ দূর থেকে নেওয়া তার বুলেট শট আটকাতে পারেননি স্কটল্যান্ডের গোলরক্ষক।
৭৬ মিনিটে ফুলক্রুগ আবারও বল জড়িয়েছিলেন জালে, তবে অফসাইডের জন্য বাতিল হয় এই গোল। ৮৭ মিনিটে আন্টোনিও রুডিগারের আত্মঘাতি গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ড। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে এমরি কেনের গোলে ব্যবধান হয় ৫-১।
আটবার বিশ্বকাপ ও তিনবার ইউরোতে খেলে প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড। এবার তাদের গ্রুপে জার্মানি, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। কঠিন গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন নিয়ে জার্মানিতে এসেছে তারা। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে যেভাবে বিধ্বস্ত হল তাতে এবারও পরের রাউন্ডের টিকিট পাওয়া কঠিন তাদের জন্য।
জার্মান জাতীয় দলে অভিবাসি ফুটবলার খেলছেন অনেক দিন ধরেই। তবে এবারের ইউরোয় প্রথমবার অধিনায়ক করা হয়েছে তুর্কি বংশোদ্ভূত ইলকায় গুন্দোয়ানকে। এ নিয়ে বিতর্ক তৈরি হয় জার্মানির ভেস্ট ডয়চে রুন্ডফুঙ্ক নামের রেডিও ও টেলিভিশন মাধ্যমের এক জরিপে। তারা জানায় জার্মানির ২০ শতাংশের বেশি মানুষ দেশের ফুটবল দলের অধিনায়ক হিসেবে খাঁটি শ্বেতাঙ্গ কোনও জার্মানকেই দেখতে চান। ১৭ শতাংশ মানুষ মনে করেন, তুর্কি বংশোদ্ভূত কাউকে জার্মানির নেতৃত্ব দেওয়াটা লজ্জার।
জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান আর জাতীয় দলের খেলোয়াড় জশুয়া কিমিখ ইউরোর আগে এম সমীক্ষায় জানিয়েছিলেন বিরক্তি। অভিবাসি আর স্থানীয় বিতর্ক পেছনে ফেলে একটা দল হয়েই খেলেছে জার্মানি। এমন একতাবদ্ধ দলকে থামানো সহজ হওয়ার কথা নয় এবার।