Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সীমান্তে উত্তেজনা: ঘুমধুমে এসএসসি পরীক্ষা হবে প্রাথমিক বিদ্যালয়ে

ghumdhum-high-school
[publishpress_authors_box]

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়ও। গত কয়েকদিন ধরে ওপার থেকে গুলি ও মর্টারের গোলা এসে পড়ছে বান্দরবান ও কক্সবাজার সীমান্তের ভেতরে। তাতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

এমন পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এসএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তন করার কথা জানিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “সীমান্ত পরিস্থিতি বিবেচনা করে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত এসএসসি পরীক্ষা কেন্দ্রের নাম অফিসিয়ালি ঠিক থাকবে, কিন্তু ভেন্যু পরিবর্তন হবে। নতুন ভেন্যু হচ্ছে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রেই সব পরীক্ষা হবে।”

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপর ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত