সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভুঁইয়াকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের হোটেল দি কক্স টুডে’র এক কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের অভিজাত হোটেল দি কক্স টুডেতে অভিযান চালায়। এসময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজালকে গ্রেপ্তার করা হয়।”
পুলিশ সুপার জানান, ৫২ বছর বয়সী ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। একাদশ জাতীয় সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৪ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় তাকে ছয় দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।
সেদিন কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক এই মন্ত্রীকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। আদালত প্রাঙ্গণে ছিল উৎসুক জনতার ভিড়, যাদের মধ্যে কেউ একজন তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।