সারাবছর গোলাপের চাহিদা থাকলেও ফেব্রুয়ারিতে তা থাকে অনেক বেশি। ছবি : জীবন আমীরএসময় জমজমাট হয়ে উঠে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রাম। ছবি : জীবন আমীরগোলাপ চাষীদেরও ফুরসত নেই। বাছাই করা গোলাপ সংগ্রহ করে তুলে দিতে হয় ক্রেতার হাতে। ছবি : জীবন আমীর ফুটে থাকা গোলাপ নিশ্চিত হাসি এনে দেয় চাষীর মুখে। ছবি : জীবন আমীরগোলাপ গ্রাম এখন পর্যটনেরও কেন্দ্র। শুধু গোলাপ কিনতেই নয়, অনেকে আসেন গোলাপ দেখতে ও ছবি তুলতে। ছবি : জীবন আমীর