Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সোনার ভরি দেড় লাখ ছাড়াল

ss-GOLD-Price-Trend-Dhaka-230424
[publishpress_authors_box]

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। এর আগে দেড় লাখ টাকা ছুঁই ছুঁই হলেও এবারই প্রথম এই অঙ্ক ছাড়িয়ে গেল মূল্যবান এই ধাতুটির বাজারমূল্য।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ভরি প্রতি বিক্রি হবে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকায়। আগের দামের চেয়ে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বেড়ে সোনার দাম এই পর্যায়ে উঠেছে।

এ নিয়ে টানা সাত দফায় এই মানের সোনার দাম বেড়েছে প্রায় ১৩ হাজার টাকা।

এক সপ্তাহ আগে গত ১১ ফেব্রুয়ারি ২২ ক্যারেট মানের সোনার দাম ২ হাজার টাকা বাড়ানোয় ভরি দাঁড়িয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকায়। যা ছিল এত দিন সর্বোচ্চ।

তার চার দিন আগে ৬ ফেব্রুয়ারি এই মানের সোনার দাম ২ হাজার ৯২৮ টাকা বাড়ানোয় ভরি হয়েছিল ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা।

গত বছরের ৩১ অক্টোবর এই মানের সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল। এরপর তা নিম্মমূখী হয়; ১ লাখ ৩৮ হাজার থেকে ১ লাখ ৪২ হাজার টাকা মধ্যে ওঠানামা করে।

সোমবার বাজুস যে ঘোষণা দিয়েছে তাতে মঙ্গলবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ৯৭০ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকায়।

সোমবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ৮৪৪ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯১৬ টাকায়।

হিসাব বলছে, সপ্তাহের দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ১ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম বেড়েছে ১ হাজার ১৫ টাকা।

২০২৪ সালে সোনার দাম ৩৫ বার বেড়েছিল; কমেছিল ২৭ বার।

তবে ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে টানা বেড়েছে। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতেও সেই বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪ সালের ১৮ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। মঙ্গলবার থেকে এই সোনা ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকায় বিক্রি হবে।

এ হিসাবে দেখা যাচ্ছে, এক বছরে এই মানের সোনার দাম ভরিতে ৪০ হাজার ৫৯১ টাকা বেড়েছে। শতাংশ হিসাবে বেড়েছে ৩৬ দমিক ৬৭ শতাংশ।

বিশ্ববাজারেও বাড়ছে

বিশ্ববাজারেও সোনার দাম রেকর্ডের পর রেকর্ড গড়ছে। গত ১ ফেব্রুয়ারি প্রথমবারের এক আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৮০০ ডলার স্পর্শ করে। গত ১০ ফেব্রুয়ারিতে তা অতীতের সব রেকর্ড ভেঙে ২ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে যায়।

মাঝে দু-তিন দিন ২ হাজার ৯০০ ডলারের সামান্য কিছু কম থাকলেও সোমবার রাতে ফের ২ হাজার ৯০০ ডলার ছুঁয়েছে।

গত কয়েক দিনে তা বেড়ে সোমবার ফের ২ হাজার ৯০০ ডলার অতিক্রম করেছে।

গোল্ড পাইসের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দর ১৭৫ ডলার ৩৯ সেন্ট বেড়েছে। শতাংশ হিসাবে বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। ছয় মাসের ব্যবধানে বেড়েছে ৩৮০ ডলার ৪৪ সেন্ট বা ১৫ দশমিক ২০ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম কমতে কমতে ২ হাজার

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত