পাঁচটি পুরস্কার বাগিয়ে নিয়ে এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সবার আগে নাম লেখালো আত্মজৈবনিক থ্রিলার সিনেমা ‘ওপেনহাইমার’।
রবিবার লস এঞ্জেলসের বেভারলি হিলটনে ৮১তম বারের মত বসেছিল গ্লোন্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আয়োজন।
আর এতেই একে একে সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক এবং সেরা সংগীত পুরস্কার ঝুলিতে ভরে নেয় এই সিনেমা ক্রু।
ওপেনহাইমার পর্দায় দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন হলিউড অভিনেতা কিলিয়েন মারফি। এবার এই সিনেমা থেকে জিতলেন সেরা অভিনেতার পুরস্কারটিও।
পারমাণবিক বোমার জনক রবার্ট জে ওপেনহাইমারকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ছাড় দেননি তিনি।
যদিও পরিচালক ক্রিস্টোফার নোলানকেই এসবের কৃতিত্ব দিয়েছেন মারফি।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড মঞ্চে তিনি বলেন, “যেদিন প্রথম এই সিনেমার সেটে পা রাখলাম, সেদিনই বুঝতে পেরেছি অন্যরকম কিছু হতে চলেছে।”
ক্রিস্টোফার নোলানের ’দৃঢ়তা, মনোযোগ এবং একাগ্রতা’ এই সিনেমাকে সফল করেছে বলেও মন্তব্য করেন মারফি।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী এই সিনেমা বক্স অফিসে ৯৫৪ মিলিয়ন ডলার কামিয়ে নিয়েছিল বলে জানাচ্ছে বিবিসি।
টিভি ক্যাটাগরিতে চারটি পুরস্কার জিতে এইচবিও মেগা হিট ‘সাকসেশন’ সিরিজও ছিল এই তিন ঘণ্টার আসরের স্পটলাইটে।
গত বছর জুলাইয়ের ‘ওপেনহাইমার’- এর সাথে একই দিনে মুক্তি পেয়েছিল ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘বার্বি।’ ‘বার্বেনহাইমার’ জ্বর তাতিয়ে রেখেছিল বক্স অফিসও। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সিনেমাটিক ও বক্স-অফিস সেরা সিনেমা হয়েছে ‘বার্বি’।
বার্বি ফ্যাশন ডল নিয়ে এই সিনেমা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সন্ধ্যার আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল, মোট নয়টি। তবে ‘ওপেনহাইমার’-এর মত একাধিক পুরস্কার বাগাতে পারেনি। কিন্তু বড় পর্দার মত এই আসরেও চমক দেখিয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত এই সিনেমা।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে প্রথমবারের মত যোগ হওয়া সিনেমাটিক ও বক্স-অফিস বিভাগে সেরা সিনেমার পুরস্কার ছিনিয়ে নিয়েছে বার্বি।