রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ হিসেবে আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আগামী শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টারা সংলাপে বসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আগামী শনিবার সংলাপ অনুষ্ঠিত হবে।
“রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।”
এই দফায় গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ বেশ কিছু রাজনৈতিক দল যোগ দেবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।
এর আগে গত ৫ অক্টোবর দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করে সরকার। প্রথম দফায় সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এর পরপরই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার। কিছুদিন বিরতি দিয়ে চলতি মাসের শুরুতে আবারও দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।