উত্তর স্পেনের একটি শহরে এক ব্যক্তি তার গাড়ির ব্যাকডালায় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তুলছেন। গুগল স্ট্রিট ভিউয়ে তোলা এমন একটি ছবি একটি হত্যা মামলার রহস্য উদঘাটনে সহায়তা করেছে বলে জানিয়েছে স্পেনের পুলিশ।
গুগলের এই অ্যাপ ব্যবহার করে সারা বিশ্বের রাস্তাগুলোর ছবি দেখা যায়। এসব ছবি ক্যামেরাযুক্ত গাড়ি দিয়ে ধারণ করা হয়।
ছবিতে ঠিক সেই মুহূর্তটি ধরা পড়েছে, যখন খুন হওয়া ব্যক্তিটির মরদেহ সরিয়ে ফেলা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
গত মাসে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবরে এক ব্যক্তিকে গুম এবং হত্যার অভিযোগ আনা হয়।
গত সপ্তাহে একটি কবরস্থানে ওই ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৫ বছরে এই প্রথম গুগল গাড়ি স্পেনের সোরিয়া প্রদেশের উত্তরের তাজুয়েকো শহরে গিয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ছবিতে অস্পষ্ট ছায়ায় দেখা গেছে কেউ একজন এক চাকার ঠেলাগাড়িতে একটি বড় সাদা পোটলা বহন করছে।
তবে গুগল স্ট্রিট ভিউয়ের ছবি হত্যার রহস্য উন্মোচনে সহায়তা করলেও তা মামলাটির সমাধানে ‘নির্ণায়ক’র ভূমিকা পালন করেনি বলে জানিয়েছে পুলি।
স্পেনের এল পাইস পত্রিকার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি একজন ৩৩ বছর বয়সী কিউবার নাগরিক। তাকে ২০২৩ সালের অক্টোবরে নিখোঁজ ঘোষণা করা হয়।
ওই ব্যক্তির এক আত্মীয় তার ফোন থেকে সন্দেহজনক টেক্সট ম্যাসেজ পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানান।
ওই আত্মীয় পুলিশকে জানায়, ম্যাসেজগুলোতে লেখা ছিল নিখোঁজ ওই ব্যক্তি একজন নারীর সঙ্গে পরিচিত হয়েছেন, স্পেন ছাড়ছেন এবং নিজের ফোনটি ফেলে দেবেন।
এ বছরের ১২ নভেম্বর পুলিশ গুম হওয়া ব্যক্তির সঙ্গী হিসাবে পরিচিত এক নারী এবং তার প্রাক্তন সঙ্গী হিসাবে পরিচিত একজন পুরুষকে গ্রেপ্তার করে।
চলতি মাসের শুরুর দিকে কাছাকাছি একটি কবরস্থানে ওই ব্যক্তির বলে ধারণা করা একটি মরদেহের পচাগলা ধড় উদ্ধার করা হয়।
আসামিদের হেফাজতে রাখা হয়েছে এবং মামলার তদন্ত এখনও চলছে। আর মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।