Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

সরকারি মেডিকেলে ভর্তির সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

SS-Doctor-MBBS-080225
[publishpress_authors_box]

সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত নোটিসে এ কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।”

গত ১৭ জানুয়ারি এই শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হয়। ফল প্রকাশ হয় ১৯ জানুয়ারি। সেখানে দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হয়।

উত্তীর্ণদের মেধা তালিকার ভিত্তিতে সরকারি কলেজে ভর্তির সময়সীমা ছিল ২-৮ ফেব্রুয়ারি। আর সেই উত্তীর্ণদের বেসরকারিতে ৩ ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  

এর আগে গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে আগামী সভায়।

মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ‘উত্তীর্ণ’ মুক্তিযোদ্ধা কোটাধারীদের নিয়ে সমালোচনা ওঠার পর থেকে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অবস্থায় এই শিক্ষাবর্ষে সব কোটাধারীদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত