Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মাজার ও গানের অনুষ্ঠানে হামলাকারীদের ছাড় দেবে না সরকার

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদের সঙ্গে মাহফুজ আলম।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদের সঙ্গে মাহফুজ আলম।
[publishpress_authors_box]

মাজার, দরগাহ কিংবা গানের অনুষ্ঠানে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় নেবে সরকার।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।

৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার, গান বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার কথা উল্লেখ করেন তিনি। এসব হামলার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় দুঃখও প্রকাশ করেন।

মাহফুজ বলেন, “এখন থেকে যদি কোনও গানের আসর, সুফী সাধকদের মাজার বা দরবারে হামলা হয় তাহলে সরকার চুপ থাকবে না। আমরা কাউকেই ছাড় দেব না। আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”

বুধবার রাতে ময়মনসিংহের থানাঘাটে হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর ১১৯তম মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারে জন্য পুলিশ কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পর থেকে এ ধরনের যত ঘটনা ঘটেছে সেগুলোর তথ্য নিচ্ছি আমরা। যারা ভুক্তভোগী তাদেরকে আমরা বলব আপনারা মামলা করুন। আমরা ব্যবস্থা নেব।”

এসময় স্কুলের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক না পৌঁছানোর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক পাবে জানিয়ে তিনি বলেন, “আগামী মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক পাবেন। অনেকেই এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। আগের সরকার পাঠ্যপুস্তক উৎসব করত একদিনের জন্য। তারা দেখাতে চাইতেন যে পাঠ্যপুস্তক সবাই এক তারিখ পাচ্ছেন।

“কিন্তু আমরা এখন যে তথ্য পাচ্ছি। তা থেকে দেখা যায় ২০১০ সালের পর থেকে পাঠ্যপুস্তক সবার কাছে পৌঁছতে মার্চ মাস বা তার বেশি হয়ে যেত। কোনও বছরে জুলাই মাসও হয়ে গেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত