দ্রুত নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছে।”
সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছন যে, তারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। তারা এটাও বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন “
এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে প্রত্যাশা করছেন জানিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচন হলে গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ হবে।”
সরকার আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিছু জানাতে পারে বলেও এসময় সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন বলে জানান মির্জা ফখরুল। যার মধ্যে ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিএনপি নেতাকর্মীদের নামে থাকা মামলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি।