Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

রাভিনা ট্যান্ডন ও গোবিন্দের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতার স্ত্রী!

গোবিন্দ, রাভিনা ট্যান্ডন, সুনীতা আহুজা, গোবিন্দর স্ত্রী
রাভিনা ট্যান্ডন, গোবিন্দ এবং সুনীতা আহুজা
[publishpress_authors_box]

গত শতকের ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকাদের একজন ছিলেন গোবিন্দ। যার ছিল বিশাল নারী ভক্তকূল। কিন্তু অনেকেই হয়তো জানেনা, সেই সময় শীর্ষ অভিনেত্রীদের অনেকেই তার প্রতি মুগ্ধ ছিলেন। তবে তাদের মধ্যে রাভিনা ট্যান্ডনের নাকি বিশেষ আগ্রহ ছিল গোবিন্দোর প্রতি। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন গোবিন্দোর স্ত্রী সুনীতা আহুজা।

‘আন্টি নাম্বার ওয়ান’ সিনেমার দৃশ্যে গোবিন্দ ও রাভিনা

সম্প্রতি গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা তাদের দাম্পত্য জীবন সম্পর্কে রীতিমত বোমাই ফাটিয়েছেন। জানিয়েছেন একজন সুপারস্টারের স্ত্রী হিসেবে দাম্পত্যের অভিজ্ঞতা।

দাম্পত্যের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুনীতা বলেন, “আমরা তার দেখাই পেতাম না। তিনি শুধু বাড়ি এসে ঘণ্টাখানেক ঘুমাতেন। ওই সময়ে টিনার জন্ম হয়। সে সময় তাই পুরোপুরি টিনা আর শ্বাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকতাম। তাই হয়তো, বিষয়টা আমার ওপর খুব একটা প্রভাব ফেলেনি তখন।”

তিনি আরও বলেন, “তার অনেক আউটডোর শুটিং থাকতো। সিমলা, কাশ্মীর প্রায়ই যেতেন। আমি আমার সন্তানের সঙ্গেই সময় কাটাতাম। তাই কোনদিক দিয়ে সময় চলে যেতো বুঝতেই পারতাম না”

তাহলে সুনীতা স্বামী গোবিন্দর সঙ্গে সময় কাটাতেন কখন?  

এ বিষয়ে সুনীতা বলেন, “কখনও কখনও তার সঙ্গে আউটডোর শুটিংয়ে মাদ্রাজ, হায়দ্রাবাদ যাওয়া হতো। শুটিং শেষে যেটুকু সময় পাওয়া যেতো, তাই ছিল সম্বল।”

দাম্পত্যের অভিজ্ঞতা নিয়ে আলাপের সময় সুনীতা আরও জানান, কিভাবে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন গোবিন্দকে বিয়ের ইচ্ছা প্রকাশ করতেন প্রায়ই।

তিনি বলেন, রাভিনা তো এখনও বলে, “গোবিন্দকে যদি আগে পেতাম তবে ওকেই বিয়ে করতাম।”

গোবিন্দোর স্ত্রীর আলাপচারিতায় আরও জানা যায়, বলিউডের বহু তারকা অভিনেত্রীর সঙ্গেই গোবিন্দো দারুণ সময় কাটাতেন। এই তালিকায় আছে শিল্পা শেঠি, রাভিনা ট্যান্ডন এবং মনীষা কৈরালার নাম।

সুনীতার ওই আলাপচারিতায় বেরিয়ে আসে আরও কিছু চমকপ্রদ তথ্য। গোবিন্দোর সঙ্গে সম্পর্কের উদ্যোগটা নাকি সুনীতা নিজেই নিয়েছিলেন। কারণ পর্দায় বহু রোমান্টিক দৃশ্যের এই নায়ক নাকি বাস্তব জীবনে “নারীদের স্পর্শ করতেও ভয় পেতেন।” আর বাস্তব জীবনে তিনি নাকি তেমন “রোমান্টিক” নন।

তরুণ বয়সে গোবিন্দ ও সুনীতা।

রসিকতার সুরে সুনীতা বলেন,  “আমি অবশ্য জানি না তিনি আসলে সত্যিই এমন কিনা। কারণ একজন মানুষ আপনার পেছনে কেমন, সেটাতো আপনি কখনোই জানবেন না। আর পুরুষদের তো বিশ্বাসই করবেন না। আমরা বিয়ে করেছি আজকে ৩৭ বছর। এই বয়সে এসে আর কার কাছে যাবেন তিনি? তাতো আমি জানিনা।”

গোবিন্দর সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থা জানিয়ে সুনীতা জানান, তারা দুজন প্রায়ই দুটো আলাদা বাড়িতে থাকেন। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের দুটি বাড়ি। আমাদের অ্যাপার্টমেন্টের বিপরীতে আছে একটি বাংলো। ফ্ল্যাটে আমার মন্দির আর সন্তানদের নিয়ে থাকি। আর গোবিন্দ যেহেতু দেরি করে ফেরেন, আর দশজন মানুষ নিয়ে তার চলতে হয়, ফলে তিনি ওই বাংলোতেই থাকেন বেশিরভাগ সময়। আর আমাদের কথা হয় খুবই কম।”

বলিউড তারকা গোবিন্দো দাম্পত্যে আদৌ রোমান্টিক কিনা এমন প্রসঙ্গে সুনীতা হাসতে হাসতে বলেন, “আমি তো তাকে বলেছি পরের জন্মে সে যেন আমাকে বিয়ে না করে। আমার তো শখ আছে, আমি একজন মানুষ। আমারও আমার স্বামীর সঙ্গে রাস্তায় পানিপুরি খেতে ইচ্ছা করে, বেড়াতে যেতে ইচ্ছা করে। আমার তো মনেও পড়ছে না, তার সঙ্গে কোনদিন সিনেমা দেখতে গিয়েছিলাম কিনা।”

তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। একটা সময় ছিল যখন গোবিন্দো রাভিনা ট্যান্ডন কিংবা কারিশমা কাপুরের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন না। তবে তার মতে, দিন পাল্টেছে।

সুনীতার ভাষায়, “আগে সম্পর্ক নিয়ে নিজেকে নিরাপদ মনে করতাম। কিন্তু এখন আর করি না।”

উল্লেখ্য যে, গোবিন্দো এবং রাভিনা ট্যান্ডন একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। যার মধ্যে ‘দুলহে রাজা’, ‘আন্টি নাম্বার ওয়ান’, এবং ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত