বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫ গ্র্যামি অ্যাওয়ার্ডের ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন জনপ্রিয় গায়িকা বিয়ন্সে।
শুক্রবার সকালে এই মনোনয়ন ঘোষণার পরে, বিয়ন্সে তার স্বামী জনপ্রিয় র্যাপার জেয়-জিকে গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার দিক থেকে পেছনে ফেলেছেন।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে বিলি আয়লেশ, চার্লি এক্সসিএক্স, কেনড্রিক ল্যামার এবং পোস্ট ম্যালন পেয়েছেন ৭টি করে মনোনয়ন।
সারা বিশ্বের পপ আইকন হয়ে ওঠা টেইলর সুইফট এবং নবীন শিল্পী চ্যাপল রোন পেয়েছেন ৬টি বিভাগে মনোনয়ন। তাদের দলে ভিড়েছেন আরেক সেনসেইশন সাবরিনা কারপেন্টার। গ্র্যামির এবারের ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে দেখা গেছে নারীদের জয়জয়কার।
ক্যারিয়ারজুড়ে বহুবার গ্র্যামি জেতা বিয়ন্সে, সেরা অ্যালবাম ক্যাটাগরির পুরস্কার কোনবারই নিজের করে নিতে পারেননি। যদিও টেইলর সুইফট গ্র্যামির এই পুরস্কার পেয়েছেন চারবার। এবারও সুইফট আছেন এই ক্যাটাগরির মনোনয়নে। সাড়া জাগানো অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ তাকে রেখেছে এই পুরস্কারের দৌড়ে। এই ক্যাটাগরিতে বিয়ন্সে জায়গা পেয়েছেন তার ‘কাউবয় কার্টার’ অ্যালবামটির জন্য।
সেরা অ্যালবাম ক্যাটাগরির মনোনয়নে আছেন দুজন পুরুষ শিল্পী। তাদের একজন র্যাপার আন্দ্রে লরেন বেঞ্জামিন। যিনি আন্দ্রে থ্রিথাউজ্যান্ড নামে খ্যাত। ‘নিউ ব্লু সান’ অ্যালবামের জন্য তার এই মনোনয়ন। এই ক্যাটাগরির আরেক পুরুষ শিল্পী হলেন জেকব কলিয়ার। ‘জেসি ভলিউম ফোর’ এর জন্য তার নাম উঠেছে এই তালিকায়।
বিয়ন্সের অ্যালবাম ‘কাউবয় কার্টার’ কে সংগীত বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা মনে করছেন এই অ্যালবাম, কান্ট্রি মিউজিক এবং সংস্কৃতিতে কৃষ্ণাঙ্গদের উপেক্ষিত অবদানকে আবারও সামনে নিয়ে আসবে।
‘কাউবয় কার্টার’ কৃষ্ণাঙ্গ কোন নারী শিল্পীর প্রথম একক অ্যালবাম যা কিনা বিলবোর্ডে শীর্ষে জায়গা করে নিয়েছিল।
সেরা অ্যালবাম ক্যাটাগরি ছাড়াও বিয়ন্সে মনোনয়ন পেয়েছেন রেকর্ড এবং সং অব দ্য ইয়ার ক্যাটাগরিতে। গ্র্যামি ২০২৫ এর ১১টি মনোনয়ন নিয়ে, গোটা ক্যারিয়ারে বিয়ন্সের মনোনয়ন সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৯ তে। এর আগে জীবনসঙ্গী র্যাপার জে-জির সঙ্গে সমানসংখ্যাক ৮৮টি মনোনয়ন নিয়ে গ্র্যামির মনোনয়নের শীর্ষে ছিলেন এই তারকা।
বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেনটার এবং চ্যাপল রোন। এই তালিকায় আরও আছেন পপ রক গায়ক বেনসন বুন, হিপহপ শিল্পী শাবুজি এবং মাল্টি জনরার সংগীত শিল্পী টেডি সুইমস সহ আরও অনেকে।
মনোনয়নে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কিংবদন্তী ব্যান্ড ‘দ্য বিটলস’। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন করে নির্মিত তাদের গান ‘নাউ অ্যান্ড দেন’ এর জন্য এই মনোনয়ন। যেখানে প্রয়াত জন লেননের কন্ঠকে যেন নতুন জীবন দেওয়া হয়েছে।
‘বেস্ট পপ সলো পারফরম্যান্স’ এর জন্য মনোনয়ন পেয়েছেন আবারও সেই বিয়ন্সে, সাবরিনা কারপেন্টার, চার্লি এক্সসিএক্স, বিলি আইলেশ এবং চ্যাপল রোন।
‘বেস্ট নিউ আর্টিস্ট’ ক্যাটাগরিতে আছে বেনসন বুন, সাবরিনা কারপেন্টার, দৌচি, ক্রংবিন,রে, চ্যাপল রোন, শাবুজি এবং টেডি সুইমস।
‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ ক্যাটাগরিতে বিয়ন্সের সঙ্গে স্থান পেয়েছেন পোস্ট ম্যালন, কেসি মাসগ্রেইভস, ক্রিস স্ট্যাপলেটন এবং লেইনি উইলসন।
‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে চোখ বুলিয়ে বিয়ন্সে ছাড়াও তাতে আরও দেখা গেছে বিলি আইলেশ এবং লেডি গাগাকে। আরও আছেন টেইলর সুইফট, শাবুজে, চ্যাপল রোন, কেন্ড্রিক ল্যামার এবং সাবরিনা কারপেন্টার।
‘বেস্ট কান্ট্রি সলো পারফর্ম্যান্স’ এর মনোনয়নেও আছেন বিয়ন্সে। আরও আছেন জেলি রোল, কেসি মাসগ্রেইভস, শাবুজে এবং ক্রিস স্ট্যাপলেটন।
মনোনয়নের এই ঘোষণা এসেছে গ্র্যামি ওয়েবসাইট এবং দ্য রেকর্ডিং অ্যাকাডেমির ইউটিউব চ্যানেল থেকে।
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মনোনয়ন তালিকা থেকে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সিবিএস নিউজ এবং প্যারামাউন্ট প্লাস এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
ডেইলি মেইল অবলম্বনে