Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ভবনের পার্কিংয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল গার্ডের

দুর্ঘটনায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
দুর্ঘটনায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় একটি ভবনের পার্কিং থেকে গাড়ি বের করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভবনটির গার্ড।

নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান (২৫)। তার বাড়ি নেত্রকোনায়। তিনি পূর্ব রাজাবাজারের ১০ তলা বিশিষ্ট শেলটেক শ্যামলিমা ভবনে গার্ড হিসেবে কর্তরত ছিলেন।

বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পালিয়ে গেছেন প্রাইভেট কারটির মালিক প্রকৌশলী মফিদুল ইসলাম, তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য শুনে ধারণা করা হচ্ছে, গাড়ি পার্কিং থেকে বের করার সময় চলন্ত অবস্থায় চালক ব্রেকে চাপ না দিয়ে এক্সেলেটরে চাপ দিয়েছিলেন। এতেই গাড়ির সামনে থাকা ভবনটির গার্ড মারা গেছেন। গাড়ির ধাক্কায় গেইটও ভেঙে গেছে, কারের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর প্রাইভেট কারটির মালিক পালিয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, “গাড়ির মালিক নিজেই চালকের আসনে ছিলেন বলে জানা গেছে। ভয়ে তিনি পালিয়েছেন। মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। গার্ডের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

একই ধরনের কথা জানিয়েছেন ওই গাড়িটির নিয়মিত চালক হাবিবুর। তিনি পুলিশকে জানিয়েছেন, গাড়ির ব্রেক প্যাড ক্ষয় হয়ে গিয়েছিল। সকালে সেটি পরীক্ষার জন্যই গাড়িতে উঠেছিলেন মালিক মফিদুল ইসলাম। এরপরই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত গার্ড ফজলুরকে হাবিবুরই রিকশায় করে হাসপাতালে নিয়েছিলেন বলে তিনি জানান।

ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম প্রাইভেট কারটি ফেলেই পালিয়ে যান। সারাদিনেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত