বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা তেমন নেই। মুশফিকুর রহিমও ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেইসবুকে। তবে আনুষ্ঠানিক বিদায়ের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে আজ (বৃহস্পতিবার) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলছেন মুশফিক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় মুশফিককে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।
সামাজিক মাধ্যমে বুধবার রাতে হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। ফেইসবুকে তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন।
২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান ২৬৮৪। এক ভেন্যুতে যা কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ। মিরপুরেই ২৮৯৭ রান নিয়ে প্রথম তামিম।
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল ২৯৭টি। বাংলাদেশের আরও কারও ১৩০টি। ২৪১টি ক্যাচ নেওয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। ক্যাচ ও স্টাম্পিংয়েও মুশফিক বিশ্বের পঞ্চম।