দিনকয়েক আগে ম্যানচেস্টার সিটিতে চুক্তি নবায়ন করেছেন পেপ গার্দিওলা। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ইত্তিহাদ স্টেডিয়ামে থাকবেন কাতালান কোচ। আপাতত তার ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা থাকার কথা নয়। তবে গার্দিওলা নিজেই নতুন আলোচনার জন্ম দিলেন। ম্যান সিটি দিয়েই ক্লাব ফুটবলে কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তার এই ঘোষণায় আশায় ভেলায় ভাসতেই পারে ব্রাজিল ও ইংল্যান্ড।
গার্দিওলার ক্লাব ফুটবল ছাড়ার সঙ্গে ব্রাজিল ও ইংল্যান্ডের সম্পর্ক কী? সেটা পরিষ্কার হওয়ার আগে জেনে নেওয়া যাক গার্দিওলা ঠিক কী বলেছেন। ম্যান সিটির সঙ্গে সদ্য নতুন চুক্তি করার পর কেন তিনি ক্লাব ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন। ম্যান সিটিতে ২০২৭ সাল পর্যন্ত থাকা চুক্তি শেষেই তিনি ক্লাব ফুটবলকে বিদায় জানাবেন, নাকি এই ক্লাবে আরও অনেক দিন থাকবেন- সাবেক বার্সেলোনা কোচ অবশ্য সেটা জানাননি।
বিখ্যাত পাচক দানি গার্সিয়ার সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন গার্দিওলা। গার্সিয়ার ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটি কোচ বলেছেন, “আমি (ম্যান সিটির পর) আর কোনও দলের কোচ হবো না। সুদূর ভবিষ্যৎ নিয়ে কথা বলছি না; আমি বলছি, ম্যান সিটি ছাড়ার পর অন্য দেশে গিয়ে আবার একই কাজ আমি আর করতে চাই না।”
সঙ্গে যোগ করেছেন, “আমার শক্তি আর থাকবে না। অন্য কোথাও নতুন শুরু করার চিন্তা, প্রশিক্ষণের সব প্রক্রিয়া ইত্যাদি। না, না, না! জাতীয় দল হলে হতে পারে, সেটা ভিন্ন কথা।”
গার্দিওলার শেষের কথা আশাবাদী করতে পারে ব্রাজিল ও ইংল্যান্ডকে। ম্যান সিটি দিয়ে ক্লাব ফুটবলে কোচিং অধ্যায়ের ইতি টানলেও জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা তার। ব্রাজিল ও ইংল্যান্ড জাতীয় দল গার্দিওলাকে কোচ করতে মুখিয়ে আছে। ২০২৪ সালের ইউরো শেষে গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের চাকরি ছাড়ার পর সাবেক বার্সেলোনা কোচকে নিয়ে আলোচনা হয়েছিল। তবে ম্যান সিটিতে চুক্তি থাকায় আলোচনা এগোয়নি। তবে গার্দিওলাকে কোচ করার ইচ্ছা এখনও প্রবল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের।
ব্রাজিল এই কোচকে চাইছে আরও আগে থেকে। ২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর দলকে নতুন করে সাজানোর পরিকল্পনায় বিদেশি কোচ নিয়োগ দিতে চেয়েছিল লাতিন আমেরিকার দেশটি। তাদের আগ্রহের তালিকায় কার্লো আনচেলত্তির সঙ্গে গার্দিওলাও ছিলেন। বর্তমান কোচ দোরিভাল জুনিয়রের নিয়োগের পরও গার্দিওলার আলোচনা থামেনি ব্রাজিল ফুটবলে।
কিছুদিন আগেও ছাপা হয়েছে গার্দিওলার ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে। ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাকি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান। এই কিংবদন্তি স্ট্রাইকার সভাপতি হলে কোচ করে আনবেন গার্দিওলাকে।
ম্যান সিটি কোচকে ঘিরে ইংল্যান্ড ও ব্রাজিলের আগ্রহ থাকলেও বাধা গার্দিওলার চুক্তি। তবে এই কোচ নিজেই যখন ঘোষণা দিলেন ম্যান সিটির পর আর কোনও ক্লাবের দায়িত্ব নেবেন না, তখন ইংল্যান্ড ও ব্রাজিলের মতো জাতীয় দলের খুশিই হওয়ার কথা। তবে সেজন্য অন্তত ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুক্তির মেয়াদ শেষ না করে গার্দিওলা আগেই ম্যান সিটি ছেড়ে দিলে সেটা ভিন্ন কথা।