টানা চার হার- কোচিং ক্যারিয়ারে কখনও এমন দুঃসময় আসেনি পেপ গার্দিওলার। উড়তে থাকা ম্যানচেস্টার সিটির এমন অবস্থায় গার্দিওলা আর থাকবেন কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। কারণ চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরাতো তার। তবে গার্দিওলা আশাহত হননি, সিটিজেনদের নিয়েই তার ভবিষ্যৎ পরিকল্পনা। ইংলিশ ক্লাবটির সঙ্গে আরও ২ বছরের চুক্তি করেছেন কাতালান কোচ।
২০২৭ সাল পর্যন্ত ম্যান সিটিতে থাকছেন গার্দিওলা। শুরুতে এক বছরের চুক্তি নবায়নের কথা শোনা গেলেও ইংলিশ চ্যাম্পিয়নরা ২ বছরের চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। ২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন গার্দিওলা। গত ৮ বছরে এই ক্লাবটির হয়ে জিতেছেন ১৮ শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা।
২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল গার্দিওলার। সেটি বাড়ল আরও দুই বছর। টটেনহাম, ব্রাইটন, স্পোর্তিং লিবসন ও বোর্নমাউথ- টানা ৪ ম্যাচ হারের পর নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন তিনি।
নতুন চুক্তির পর গার্দিওলা বলেছেন, “আমার মনে হয়ছে, এখন আমি যেতে পারি না (ম্যান সিটি থেকে)। হয়তো টানা চার ম্যাচ হেরেছি বলেই মনে হয়েছে। টানা চার ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করতেই হবে আমাদের। আমরা অবশ্যই এটাই দাবিদার।”