ম্যানচেস্টার সিটিতে দুই বছরের চুক্তি বাড়িয়েছেন পেপ গার্দিওলা। তাতে ২০২৭ সাল পর্যন্ত ইতিহাদের দায়িত্বে কাতালান কোচ। তিনি এমন সময় চুক্তি নবায়ন করলেন যখন বড় কোনও শাস্তির শঙ্কা সিটিজেনদের ঘিরে। সেটা এমনকি অবনমনও হতে পারে প্রিমিয়ার লিগ থেকে! এমনটা যদি ঘটেও, এরপরও ম্যান সিটির কোচ থাকবেন গার্দিওলা।
অর্থাৎ, ম্যান সিটি ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল থেকে বাদ পড়লে দ্বিতীয় স্তরেও এই দলকে কোচিং করাবেন গার্দিওলা। ম্যানচেস্টারের ক্লাবটির বিরুদ্ধে আর্থিক নিয়মভাঙার অভিযোগ দায়ের হয়েছে। সামনেই ঘোষণা আসবে তদন্তের ফল। শাস্তি হিসেবে ম্যান সিটিকে অবনমিত করা হতে পারে। এই ক্লাবটির প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শতকরা ৭৫ ভাগ চায় অবনমন হোক তাদের।
প্রিমিয়ার লিগ ম্যান সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগ এনেছে। এই অভিযোগের ভিত্তিতে রায় আসবে আগামী বছরের শুরুতে। অভিযোগ প্রমাণিত হলে যদি ম্যান সিটি প্রিমিয়ার লিগ থেকে নেমে যায়, তাহলে কি কোচ হিসেবে থাকবেন গার্দিওলা?
এক বছর আগে কাতালান এই কোচ জানিয়েছিলেন, ম্যান সিটি যদি লিগ ওয়ানে নেমে যায়, এরপরও তিনি কোচ থাকবেন। দিনকয়েক আগে গার্দিওলা দুই বছরের চুক্তি নবায়ন করেছেন বলে আবারও প্রশ্নটা উঠেছে। সাবেক বার্সেলোনা কোচ আগের উত্তরটাই দিয়েছেন।
তিনি বলেছেন, “আমি সম্ভবত ছয় মাস আগে আপনাকে বলেছিলাম। আপনি আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি বলেছিলাম, যখন সব ক্লাব আমাদের ওপর দোষ চাপাচ্ছে যে আমরা ভুল করেছি এবং লোকজন বলাবলি করছে, ‘আমরা অবনমিত হলে কী হবে?’ আমার উত্তরটা হলো- আমি থাকব (ম্যান সিটিতে)।”