জনপ্রিয় বলিউড সিনেমা ‘গালি বয়’ আগামী মাসেই তার মুক্তির ছয় বছর পূর্ণ করতে যাচ্ছে। জোয়া আখতার পরিচালিত এই সিনেমার সিক্যুয়েল নির্মাণেরও কাজ চলছে বলে জানা গেছে। যেখানে প্রধান দুই ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল এবং অনন্যা পান্ডে।
ফিল্মফেয়ার এক সূত্রের বরাত দিয়ে তাদের রিপোর্টে উল্লেখ করেছে, “অর্জুন ভারাই্ন সিংহ ‘গালি বয়’ এর সিক্যুয়েলটি পরিচালনা করতে যাচ্ছেন। একটি প্রধান চরিত্রে অনন্যা তো থাকবেনই পাশাপাশি ভিকিও এই কাজের সঙ্গেই আছেন।”
স্ট্রিট র্যাপার ডিভাইন এবং নায়েজির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গালি বয় সিনেমার গল্প গড়ে ওঠে মুম্বাইয়ের বস্তির এক তরুণকে কেন্দ্র করে। যার নাম মুরাদ। মুরাদের চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। এতে সাফিনা চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট এবং এমসি শের চরিত্রে অভিনয় করেন সিদ্ধান্ত চতুর্বেদী।
এদিকে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ভিকি কৌশল ব্যস্ত সময় পার করছেন। যার মধ্যে আছে সাভা এবং লাভ অ্যান্ড ওয়ার। এছাড়া ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় আছে মহাঅবতার ।
অন্যদিকে অনন্যা পান্ডে চান্দ মেরে দিল নামের একটি রোমান্টিক সিনেমায় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।