হবিগঞ্জের নবীবগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যান রাস্তা থেকে সরাতে গিয়ে বাসচাপায় দুজন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫) ও কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০)।
আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য সাহেল আহমদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিআরটিসি পরিবহনের বাস বুধবার রাতে আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এক পর্যায়ে একটি পিকআপ ভ্যান বিআরটিসি পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি রশি বেঁধে সরানোর কাজ শুরু করে এর চালক সাদিক ও তার সহকারী হাসান।
তিনি জানান, মহাসড়কে দাঁড়িয়ে সাদিক ও হাসান যখন রশি ধরে টেনে পিকআপ ভ্যানটি সরাতে ব্যস্ত, ওই সময়ই ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় দুজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।