বছর শুরুতেই বলিউড প্রযোজক বনি কাপুর জানান, মাথায় চুল লাগিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক প্রেস কনফারেন্সে নিজের মাথায় চুল গজানোর গল্পটাই সবাইকে শোনালেন। প্রখ্যাত এই প্রযোজক বলেন, ওজনও কমিয়েছেন তিনি। আর শরীরের এই পরিবর্তনে নাকি বেশ ভালো বোধ করছেন।
হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, মাথায় চুল গজানর পর তার নাকি নারী ভক্ত আগের চেয়ে বেড়েছে।
এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, “মাথায় চুল বৃদ্ধির পর, আমাকে আরও ভালো দেখাচ্ছে আর আমার নারী ভক্তও বেড়েছে। যখনই কোন এয়ারপোর্টে যাই, কিছু মানুষ আমার সঙ্গে ছবি তোলে। আগে, শুধু ছেলেরাই তুলতেন কিন্তু এখন নারীরাও আমার কাছে এসে ছবি তুলতে চান। এটা আমার ভালোই লাগে। কে না নারীদের মনযোগ পছন্দ করে? সব মিলিয়ে, অভিজ্ঞতাটা দারুণ।”
এদিকে বনি কাপুর ফাঁস করে দিলেন মজার এক ঘটনা। কথায় কথায় তিনি বলে ফেলেন, “আমি এমনকি অক্ষয় খান্নাকে বলেছিলাম মাথায় চুল লাগাতে। বলেছিলাম আনিস বাজমীকেও। আসলে সবাই মনে করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। সত্যি বলতে এমন কিছু হয় না।”
হাসতে হাসতে বনি কাপুর বলেন, “ নো এন্ট্রি টু- এর শুটিং শুরু হতে চলেছে। আমি ডাক্তারকে বলেছিলাম, আনিস যদি সুন্দর থাকে, তবে আরও সুন্দর ছবি হবে!”
তিনি আরও বলেন, “শ্রীদেবী আমাকে বলতো, প্রথমে ওজন কমাও, তারপর না হয় অন্য কিছু পাল্টানো যাবে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের মায়ের জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করেই ফেলি, কী বলো?। আর মেয়ে কি বললো জানেন? বলল- মা ভয় পাচ্ছে, তোমার চুল ফিরে এলে, তোমাকে তার থেকেও ভালো দেখাবে।”
এক পর্যায়ে শ্রীদেবীকে নিয়ে স্মৃতিকাতর হয়ে বনি কাপুর বলেন, “শ্রীদেবী সেই আশির দশক থেকে আমাকে দেখে আসছে। সেই ‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭) সিনেমার দিনগুলো থেকে। সে আমার মাথা ভরা চুল যেমন দেখেছে, তারপর চুল পড়ে যাওয়ার সময়টাও দেখেছে। অবশ্য চুল নিয়ে শ্রীদেবীর কোন সমস্যাই ছিলনা। ও বলতো, আমার যা আছে তাতেই ও খুশি।”
তার এই পরিবর্তনে ছেলে অর্জুন কাপুর কী কিছু বলেছেন? এমন প্রশ্নের জবাবে বনি কাপুর বলেন, “অর্জুনও আমার এই পরিবর্তনে খুব খুশি। সে আমার মেয়েদের মতো অবশ্য অত প্রকাশ করেনা। প্রত্যেকেরই তো যোগাযোগের নিজস্ব একটা ধরন থাকে।”
রসিকতা করে তিনি বলেন, “হয়তো ও মনে করে, আমার বেশি প্রশংসা করলে, ওর রোল আবার আমি না নিয়ে নিই!”