গীতিকার-সুরকার-গায়ক আহমেদ রাজীব আর অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ একসাথে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। অনেকবারই এমন হয়েছে ভ্রমণে গিয়ে তারা গান বেঁধেছেন। সেই গানগুলো একসময় স্টুডিওতে রেকর্ডিং করলেন।
দুইজন মিলেই গড়লেন হ্যালির ধুমকেতু যাকে তারা বলছেন ট্র্যাভেল ব্যান্ড। কেন? ঐ যে ঘুরে ফিরে বেড়ানো থেকে গান করা সেই ভাবনা থেকেই।
এবার নিজেদের গান শ্রোতাদের জন্য প্রকাশ করলেন তারা। মেঘে মেঘে ও হাওয়ার চিঠি শিরোনামে গান দুটি ইউটিউব মিউজিক, স্পটিফাই, আইটিউনসসহ বেশ কয়েকটি গ্লোবাল অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে।
হাওয়ার চিঠি গানটির কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে, মেঘে মেঘে গানটির কথা ও সুর করেছেন ইমিতিয়াজ বর্ষণ। দু’টি গানেই মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন তারা।
“বেশ কিছু গান রেকর্ড করেছিলাম। এরমধ্যে দু’টি গান শ্রোতাদের সামনে আনার সিদ্ধান্ত নেই আমরা। তবে গানের ভিজ্যুয়াল আসতে সময় লাগবে,” গণমাধ্যমকে ইমতিয়াজ বর্ষণ বলেন।
হ্যালির ধুমকেতু এভাবেই হঠাৎ করে ধুমকেতুর মতো গান নিয়ে আসবে জানিয়ে তিনি বলেন, “গান দু’টি কেমন লাগলো শ্রোতারা যেন আমাদের জানান। তাদের ভালো লাগা, মন্দ লাগা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিবো।”
একই কথা বললেন আহমেদ রাজীব; ধুমকেতুর মত মাঝে মাঝে দেখা দেয়াই তাদের আপাতত পরিকল্পনা!
“মহীনের ঘোড়াগুলির মতো একটা গানের দল বা প্রজেক্ট করার ইচ্ছা অনেক দিনের! এর সূত্র ধরেই আমার আর বর্ষণের এক হওয়া! সঙ্গে ছিল সুজনসহ আরও দারুণ কয়েকজন মিউজিশিয়ান!…মাত্র দুটি গান দিয়ে শুরু হল শেষ হতে দেরি আছে! কারণ, গত দুই বছরে অনেক গান জমে গেছে,” তিনি বলেন।