Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

মাত্র ৪ ম্যাচ খেলানোয় লেস্টার ছাড়ছেন হামজা

h2
[publishpress_authors_box]

লেস্টার সিটির ঘরের ছেলে হামজা চৌধুরী। সেই ২০০৫ সাল থেকে আছেন ক্লাবটির একাডেমিতে। এর ১০ বছর পর যোগ দেন মূল দলে। ২০১৫ সাল থেকে লেস্টারে থাকলেও ধারে খেলেছেন বার্টন ও ওয়াটফোর্ড-এ। মেয়াদ শেষে ফিরেও এসেছেন। তবে এবার হয়তো লেস্টারের সঙ্গে সম্পর্কটা ভাঙছে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজার।

২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে হামজা চৌধুরীকে মাত্র ৪ ম্যাচে খেলিয়েছে লেস্টার। এই চার ম্যাচের কেবল একটিতে ছিলেন শুরুর একাদশে, অন্য তিন ম্যাচ খেলেছেন বদলি হয়ে। অথচ গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচ খেলানো হয়েছিল হামজাকে।

এবার এফএ কাপে কোন ম্যাচ খেলানো হয়নি হামজাকে। এমনকি কিছুদিন আগে কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ‘ছোট’ দলের বিপক্ষেও খেলানো হয়নি হামজাকে। ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার চান আরও বেশি ম্যাচ খেলতে। এজন্যই ঘরের ক্লাব লেস্টার ছেড়ে যোগ দিতে পারেন শেফিল্ড ইউনাইটেডে।

শেফিল্ডের বর্তমান কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ওয়াটফোর্ড-এ খেলেছিলেন হামজা। প্রিয় শিষ্যটিকে এবার শেফিল্ডে আনতে চান ওয়াইল্ডার। ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে লেস্টারের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকদূর। জনুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই হয়ে যেতে পারে চুক্তিটা। ডেইলি মেইল আবার জানাচ্ছে, এই সপ্তাহেই ঠিকানা বদল করবেন হামজা।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড খেলছে চ্যাম্পিয়নশিপে। বার্নলির সমান ৪৯ পয়েন্ট তাদের। তবে গোল গড়ে শেফিল্ড আছে তিন আর বার্নলি দুইয়ে। হামজাকে পেলে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ারে ফেরার ভাল সম্ভাবনা থাকবে শেফিল্ডের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত