স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলা বার্বাস্ত্রোর সঙ্গে শক্তির ব্যবধানটা বোঝাল বার্সেলোনা। কোপা দেল রে’তে ৪-০ গোলে তাদের উড়িয়ে হান্সি ফ্লিকের দল নাম লেখাল শেষ ১৬-তে। জোড়া গোল করেছেন লেভানদোস্কি। একবার করে লক্ষ্যভেদ এরিক গার্সিয়া ও পাবলো তোরের। দারুন জয়ে তাই নতুন বছরটা শুরু করল বার্সা।
এই ম্যাচে বদলি হয়ে নেমে রেকর্ড গড়েন ১৬ বছরের টনি ফের্নান্দেস। তিনি বার্সার হয়ে খেললেন ১৬ বছর ১৭৩ দিনে, যা ঐতিহ্যবাহি ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোন খেলোয়াড়ের অভিষেকের নজির। তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল কেবল লামিনে ইয়ামালের।
এটা আবার কোচিং ক্যারিয়ারে হান্সি ফ্লিকের মর্যদার ১০০তম জয়। ফ্লিক বায়ার্ন মিউনিখের হয়ে ৭০টি, জার্মানির হয়ে ১২ আর বার্সার হয়ে জিতলেন ১৮তম ম্যাচ। এই পরিসংখ্যানে রাখা হয়নি তার শুরুর দিকের দুই ক্লাব টিএসজি ও হফেনহেইমের ফল।
এছাড়া কোপা দেল রে’র অপর ম্যাচে সেভিয়াকে ৪-১ গোলে আলমেইরা, হুয়েস্কাকে ১-০ গোলে রিয়াল বেতিস আর তেনেরেফিকে ২-১ গোলে হারিয়েছে ওসাসুনা।
এদিকে ইতালির সিরি ‘এ’তে ফিওরেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি ‘এ’র শীর্ষ দল এখন নাপোলি। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আতালান্তা আছে দুইয়ে।