আবারও সেঞ্চুরি পেলেন হ্যারি ব্রুক। ক্রাইস্টচার্চে ১৭১ রানের পর ওয়েলিংটনে খেললেন ১২৩ রানের ইনিংস। তার চমৎকার শতকের পর বোলাররা ইংল্যান্ডকে রাখলেন চালকের আসনে। বিপরীতে ব্যাটিং ব্যর্থতায় হতাশার একটা দিন পার করল নিউজিল্যান্ড।
শুক্রবার (৬ ডিসেম্বর) শুরু হয়েছে ওয়েলিংটন টেস্ট। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ব্রুকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে করে ২৮০ রান। এরপর ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৫ উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ১৯৪ রানে।
টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসাররা। ৪৩ রানে তারা তুলে নেয় ইংল্যান্ডের ৪ উইকেট। ওপেনার বেন ডাকেট রানের খাতা খোলার আগেই আউট। আরেক ওপেনার জ্যাক ক্রলি করেন ১৭ রান। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া জো রুট ফেরেন মাত্র ৩ রান করে। আর জ্যাকব বেথেল করেন ১৬ রান।
টপ অর্ডারের চার ব্যাটারের ব্যর্থতার পর দলের হাল ধরেন ব্রুক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি, যার সাতটিই পেলেন অ্যাওয়ে টেস্ট থেকে। দুঃখজনক রান আউটে ১২৩ রানে থামতে হয় তাকে। ১১৫ বলের ইনিংসটি ব্রুক সাজান ১১ চার ও ৫ ছক্কায়।
তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওলি পোপ। পঞ্চম উইকেটে ব্রুকের সঙ্গে ১৭৪ রানের জুটি গড়া পথে পোপ খেলেন ৬৬ রানের ইনিংস। তবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক বেন স্টোকস (২)।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার নাথান স্মিথ। এই পেসার ৮৬ রানে নেন ৪ উইকেট। উইল ও’রুর্ক ৪৯ রান খরচায় নেন ৩ উইকেট।
ইংল্যান্ডকে অলআউট করে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। ১১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ডেভন কনওয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। আরেক ওপেনার টম ল্যাথাম করেন ১৭ রান। রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। টপ অর্ডারের ব্যর্থতার মাঝে কেন উইলিয়ামসন লড়াইয়ের চেষ্টা করলেও ৩৭ রানে থামতে হয়েছে তাকে।
শেষ বিকেলে ড্যারেল মিচেলের (৬) বিদায়ে বিপদ আরও বাড়ে নিউজিল্যান্ডের। দ্বিতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল (৬*) ও ও’রুর্ক (০*)।
ইংল্যান্ডের ব্রেডন কার্সি ২৮ রানে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট ক্রিস ওকস, গাস আটকিনসন ও বেন স্টোকসের।