Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

‘হ্যারি পটার’ প্রথম সংস্করণের বই ৫৪ লাখ টাকায় বিক্রি

প্রথম দফায় প্রকাশিত হ্যারি পটার বইয়ের এই কপিটি বিক্রি হয়েছে ৫৪ লাখ টাকার বেশি দামে।
প্রথম দফায় প্রকাশিত হ্যারি পটার বইয়ের এই কপিটি বিক্রি হয়েছে ৫৪ লাখ টাকার বেশি দামে।
[publishpress_authors_box]

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের অন্যতম ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের বইগুলো। জনপ্রিয় এই সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর প্রথম সংস্করণের একটি কপি নিলামে বিক্রি হয়েছে ৩৬ হাজার পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৪ লাখ টাকার বেশি।

বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের লিচফিল্ডে ‘রেয়ার বুক অকশনস’-এ বুধবার নিলামে বইটি বিক্রি হয়। গত শতকের নব্বইয়ের দশকের শেষ ভাগে প্রকাশিত বইটি নিলামে ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হলেও ক্রেতাকে বইটির জন্য প্রিমিয়ামসহ মোট ৪৫ হাজার পাউন্ড পরিশোধ করতে হয়।

বইটির বিক্রেতা ক্রিস্টিন ম্যাককালক ১৯৯৭ সালে ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনের একটি বইয়ের দোকান থেকে তার ছেলে অ্যাডামের জন্য বইটি কিনেছিলেন।

তিনি জানিয়েছেন, বইটি কেনার সময় তার কোনও ধারণাই ছিল না যে ৩০ বছর পর এর দাম হাজার হাজার পাউন্ড হবে।

নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ বইটির মাত্র ৫০০ কপি প্রকাশ করা হয়েছিল। নিলামে বিক্রি হওয়া বইটি সেই ৫০০ কপিরই একটি।

বইটি নিলামে ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়।

ডার্বিশায়ারের টেনসলির বাসিন্দা ক্রিস্টিন মাককালকের ছেলে অ্যাডাম ম্যাককালক জানান, তাদের পরিবারের পুরোনো বাড়ির সিঁড়ির নিচের একটি আলমারিতে বহু বছর ধরে বইটি রাখা ছিল– যেমনটা বইয়ে বা  সিনেমায় হ্যারি পটারকে রাখা হয়েছিল।

তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে ২০২০ সালে সংবাদমাধ্যমে হ্যারি পটারের প্রথম সংস্করণের বইয়ের বিভিন্ন সংবাদ দেখে বইটির সম্ভাব্য মূল্য সম্পর্কে তারা ধারণা পান।

“পরে যখন নিশ্চিত হলাম আমাদের কাছে থাকা বইটি সেই প্রথম সংস্করণের বইগুলোর একটি, তখন গায়ে কাঁটা দেওয়ার মতো অনুভূতি হয়েছিল।”

বইটি কেনার সময়ের কথা স্মরণ করে ক্রিস্টিন বলেন, “১৯৯৭ সালে স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভনের একটি বইয়ের দোকান থেকে এটি ১০ পাউন্ড দিয়ে কিনেছিলাম। অ্যাডাম বইটি খুব পছন্দ করেছিল এবং তখন থেকেই তার হ্যারি পটারের প্রতি ভালোবাসা শুরু হয়।”

অ্যাডাম বলেন, “বইটি এখন অন্য কারও কাছে যাক– এটাই সঠিক সময়। বইয়ে থাকা চায়ের দাগ আর কোনায় থাকা ভাঁজ বইটির জাদুকরী অনুভূতিকে বাড়িয়ে তুলেছে বলেই আমার মনে হয়।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত