Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ড্র ম্যাচে হাসান মুরাদের হ্যাটট্রিক

hasan murad
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

দুই দিনের ম্যাচে ফল হওয়ার সম্ভাবনা কম। জয়-পরাজয়ের চেয়ে মূখ্য প্রস্তুতি। উইন্ডিজ একাদশের বিপক্ষে সে লক্ষ্য নিয়েই দুইদিনের প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। তাতে জয়ের সমান লাভ এসেছে।

ম্যাচ ড্র হওয়ার আগে বাংলাদেশ বোলাররা উইন্ডিজ একাদশের ৯ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৮৭ রানে। হ্যাটট্রিক করেছেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তরুণ বাঁহাতি স্পিনারের প্রথম কীর্তি। সব মিলিয়ে ১৬তম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন মুরাদ। সর্বশেষটি গত বছর জাতীয় লিগে রেজাউর রহমান রাজার।

উইন্ডিজ ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়েছেন মুরাদ। ইনিংসের ২৮তম ওভারের দ্বিতীয় বলে ১৯ রান করা ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের শুরু করেন মুরাদ। পরের বলে নাভিন ব্যাডেইজকে সরাসরি বোল্ড করেন। আর চতুর্থ বলে চেইম হোল্ডারকেও এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এর আগে হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজের জোড়া উইকেটে প্রথম ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট হারায় উইন্ডিজ একাদশ। একটি করে উইকেট নেন তাসকিন ও শরিফুল।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৩ রান করে ইনিংস ঘোষণা করে। ২২ নভেম্বর থেকে অ্যান্টিগায় শুরু সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত