Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

মোদীর শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাসহ ৭ রাষ্ট্রনেতা

নয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর  নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে শেখ সায়মা ওয়াজেদও ছিলেন। ছবি : পিটিআই
নয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে শেখ সায়মা ওয়াজেদও ছিলেন। ছবি : পিটিআই
[publishpress_authors_box]

টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী; সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তার নতুন ইতিহাসের সাক্ষী হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজন রাষ্ট্রপ্রধান।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, রবিবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমল দহাল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার যুগনাথ এবং সেসেলেসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরিফ।

৭৩ বছর বয়সী মোদীর টানা তৃতীয় মেয়াদের সরকারের শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রনেতারা আমন্ত্রিত ছিলেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানই বাদ পড়ছে এই অনুষ্ঠানে।

‘প্রতিবেশীই সর্বাগ্রে’– এই স্লোগান সামনে রেখে আঞ্চলিক নীতিতে চলছেন বিজেপি নেতা মোদী। তার আগের শপথ অনুষ্ঠানেও প্রতিবেশী দেশগুলোর নেতারা আমন্ত্রণ পেয়েছিলেন।

এবারের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে মোদী তার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করলেন।

২০১৪ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম প্রধানমন্ত্রী হন মোদী। এরপর ২০১৯ সালের নির্বাচনেও তার জয়রথ ছুটেছিল। এবার প্রধানমন্ত্রী হলেও আগের দুই বারের চেয়ে তার শক্তি কিছুটা খর্ব হয়েছে।

আগের দুই বার বিজেপি এককভাবে সরকার গঠন করলেও এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নিজেদের জোট এনডিএর শরিক দলগুলোর সমর্থন নিয়ে তাকে আগামী পাঁচ বছর চলতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত