Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

মোহাম্মদ আফিফ
মোহাম্মদ আফিফ
[publishpress_authors_box]

ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে রবিবার এই হামলার বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় সিরিয়ার বাথ পার্টির লেবানন শাখার সদর দপ্তরে হামলা চালানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় চারজন নিহত হওয়ার কথা জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ তাদের শীর্ষ নেতাদের অনেককেই হারিয়েছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো সংগঠনটির মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফের নাম।

আফিফকে সর্বশেষ সোমবার জনসম্মুখে দেখা গিয়েছিল, যখন তিনি বৈরুতের দক্ষিণ প্রান্তে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

হিজবুল্লাহ রবিবার সন্ধ্যায় আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

রবিবারের হামলায় সিরিয়ার বাথ পার্টির লেবানন শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দল বার্থ পার্টি হিজবুল্লাহর দীর্ঘদিনের মিত্র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় চারজন নিহতদের পাশাপাশি ১৪ জন আহত হয়েছে।

লেবাননে এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হয়।

এ ছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত