বলিউড দীর্ঘদিন ধরেই অভিনেতাদের উচ্চ পারিশ্রমিক দিয়ে আসছে। তবে পিছিয়ে নেই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তারাও দ্রুত বলিউডের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ভারতীয় সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে দক্ষিণের সেলিব্রিটিদের আয়ের পরিমাণও বেড়েছে।
দেখে নেওয়া যাক, বলিউড আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মিলিয়ে ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকা-
১০
অক্ষয় কুমার
তালিকার দশম স্থানে আছেন অক্ষয় কুমার। নিউজ এইটিন এর তথ্য অনুযায়ী, প্রতি সিনেমার জন্য ৬০ কোটি থেকে ১৪৫ কোটি রুপি নেন এই অভিনেতা।
৯
কমল হাসান
তালিকার নবম স্থানে রয়েছেন প্রবীণ অভিনেতা কমল হাসান। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, এই দক্ষিণী সুপারস্টার প্রতি সিনেমার জন্য পেয়ে থাকেন ১০০ কোটি থেকে ১৫০ কোটি রুপি।
৮
সালমান খান
ভারতের ৮ম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার নাম সালমান খান। যিনি প্রতি সিনেমার জন্য ১০০ কোটি থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন। এই তথ্য দিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
৭
অজিত কুমার
লাইভমিন্ট-এর তথ্য অনুযায়ী, অজিত কুমার প্রতি সিনেমার জন্য ১০৫ কোটি থেকে ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।
৬
প্রভাস
ফোর্বস-এর তথ্য অনুযায়ী, প্রতি সিনেমার জন্য প্রভাস নিয়ে থাকেন ১০০ কোটি থেকে ২০০ কোটি রুপি। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে যে, ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য প্রভাস ৮০ কোটি রুপি পেয়েছিলেন।
৫
আমির খান
ভারতের পঞ্চম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলে আমির খান। জাগরণ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতি সিনেমার জন্য তিনি ১০০ কোটি থেকে ২৭৫ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৭ সালে বায়োপিক ‘দাঙ্গাল’-এর জন্য তিনি ২৭৫ কোটি রুপি আয় করেছিলেন।
৪
রজনীকান্ত
ভারতের চতুর্থ-সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন কিংবদন্তি তামিল অভিনেতা রজনীকান্ত। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, প্রতি সিনেমার জন্য তিনি পান ১২৫ কোটি থেকে ২৭০ কোটি রুপি পর্যন্ত।
৩
শাহরুখ খান
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, তিনি প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ১৫০ কোটি থেকে ২৫০ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন।
২০২৩ সাল ছিল শাহরুখের পুনরুত্থানের বছর। এ বছর তিনি পরপর তিনটি হিট ছবি উপহার দেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জওয়ান’ সিনেমার জন্য তিনি ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন।
২
বিজয়
সেলিব্রেটি তামিল অভিনেতা বিজয় তিন দশকেরও বেশী সময় ধরে রাজ করছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনয় করেছেন ৬৮টি সিনেমায়। বর্তমানে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
ফোর্বস-এর এক প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রতি সিনেমায় কাজের জন্য ১৩০ কোটি থেকে ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।
১
আল্লু অর্জুন
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বর্তমানে আল্লু অর্জুন। ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘পুষ্পা টু – দ্য রুল’-এ, এই অভিনেতাকে ৩০০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়, যা একটি রেকর্ড।