২০২৪ সাল ছিল ভারতীয় সিনেমার এক উল্লেখযোগ্য বছর। ফেলে আসা এই বছরে দুটো চলচ্চিত্র বিশ্বব্যাপী ১,০০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে। একটি হলো পুষ্পা টু: দ্য রুল এবং আরেকটি কাল্কি ২৮৯৮ এডি ।
শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের হরর-কমেডি স্ত্রী টু – ও বড় সাফল্য দেখিয়েছে সারা দুনিয়ায়। আয় করেছে ৮৫০ কোটি রুপিরও বেশি।
তবে একটি দক্ষিণ ভারতীয় সিনেমা লোকচক্ষুর অন্তরালে থেকেই সবার থেকে এগিয়ে ছিল। এই সিনেমাটি ২০২৪ সালের ভারতের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে নাম লিখিয়েছে।
সিনেমাটির বাজেট ছিল মাত্র ৩ কোটি রুপি। আর এতে ছিল না কোনো বড় তারকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মালায়ালাম সিনেমা প্রেমালু ছিল ২০২৪ সালে ভারতের সবচেয়ে লাভজনক সিনেমা। গিরিশ এডি পরিচালিত এই রোমান্টিক ধারার সিনেমার গল্প শচিন নামের এক তরুণকে ঘিরে গড়ে উঠেছে।
এতে অভিনয় করেছেন নাসলেন কে গাফুর, মমিতা বাজু, সংগীত প্রতাপ, অখিলা ভার্গবন, শ্যাম মোহন এবং মীনাক্ষী রাভীন্দ্রন।
সিনেমাটির লাভের পরিমাণ অবিশ্বাস্য; এর বাজেটের ৪৫ গুণ! মাত্র ৩ কোটি রুপি বিনিয়োগে প্রেমালু বিশ্বব্যাপী ১৩৬ কোটি রুপি আয় করেছে। যা এটিকে ২০২৪ সালের সর্বাধিক আয়কারী মালায়ালাম সিনেমা তো বটেই, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি লাভজনক সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।