Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ক্যান্সার সচেতনতায় হিমু পরিবহনের ‘দৌড়’

সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ক্যান্সার সচেতনতায় দৌড়’।
সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ক্যান্সার সচেতনতায় দৌড়’।
[publishpress_authors_box]

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সপ্তমবারের মতো ‘ক্যান্সার সচেতনতায় দৌড়’ আয়োজন করতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহণ’।

ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের লক্ষ্য। বিশ্বব্যাপী ৪ ফেব্রুয়ারি পালন করা হয় ক্যান্সার দিবস। দিবসটি ঘিরে শুক্রবার সকাল সাড়ে সাতটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে দৌড়।

সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে আরও বেশি সচেতন করতে এ রোগ থেকে বেঁচে ফেরা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন দৌড়ে।

প্রতিবারের মতো এবারের ক্যান্সার সচেতনতায় দৌড় বা রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস-২০২৫ এ উপস্থিত থাকবেন অনেকে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কার্টুনিষ্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মুমিত আল রশিদ।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে দুই বার আরোহণ করা এম এ মুহিত, বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টজয়ী নিশাত মজুমদার, শিল্পী কনক আদিত্য, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফিনিশার আরাফাত হোসেনসহ আয়োজনে অংশ নিবেন আরও অনেকে।

এক বিবৃতিতে হিমু পরিবহণ জানিয়েছে, শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সচেতনতামূলক দৌড় শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত