Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

এবার ভারতে শনাক্ত এইচএমপিভি

HMPV
[publishpress_authors_box]

চীন, জাপান, হংকংয়ের পর এবার ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুটি শিশুর দেহে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে, যাদের একজনের বয়স ৮ মাস, অন্যজন ৩ মাস বয়সী।

বলা হচ্ছে, এইচএমপিভিতে আক্রান্ত এই দুজন এবং তাদের পরিবার সম্প্রতি রাজধানী শহর ছেড়ে কোথাও যায়নি।

এনডিটিভি জানিয়েছে, ৮ মাস বয়সী শিশুটির চিকিৎসা বেঙ্গালুরুর একটি হাসপাতালে চলছে। আর ৩ মাসের শিশুটি হাসপাতালে চিকিৎসা শেষে ঘরে ফিরেছে।

ভারতে প্রথমবার এইচএমপিভি শনাক্ত হওয়ার বিষয়ে দেশটির চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) রবিবার একটি বিবৃতি দেয়।

তাতে বলা হয়, “চীনে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতজুড়ে এইচএমপিভিসহ শ্বাসতন্ত্রের অন্যান্য অসুখ নিরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি করতে গিয়ে দুটি শিশুর দেহে এইচএমপিভি ধরা পড়ে।”

২০০১ সালে নেদারল্যান্ডসে শিশুদের দেহে প্রথম এইচএমপিভি শনাক্ত হয়। এটি মূলত হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে।

পাশাপাশি এই ভাইরাসে সংক্রমিত কোনও কিছু যেমন, খেলনা বা দরজার হাতল স্পর্শ করার মাধ্যমেও এটি ছড়াতে পারে।

এছাড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে-এমন পরিবেশে থাকার কারণেও যেকেউ এইচএমপিভিতে সংক্রমিত হতে পারে।

এইচএমপিভিতে প্রধানত শিশু, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি ও বয়স্করা সংক্রমিত হয়।

শিশুদের ক্ষেত্রে এইচএমপিভি সংক্রমণের বেশিরভাগ ঘটনা ৫ বছর বা তার কম বয়সীদের মধ্যে ঘটে, যাদের মধ্যে ৫-১৬ শতাংশ শিশু শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত