Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
ফায়ারফাইটারের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা

ওই জায়গা দিয়ে ট্রাক যেতে দেওয়া উচিত ছিল না

home advisor
[publishpress_authors_box]

সচিবালয় ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারানো ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন খুব ভালো ফাইটার ছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই জায়গা দিয়ে ট্রাক যাওয়াকে ‘নিজেদের ব্যর্থতা’ হিসেবেও স্বীকার করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে নিহত ফায়ারফাইটারের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সেখানে তিনি বলেন, “আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফাইটার ছিল বলে তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের আজাব মাফ করে।”

বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগার পরপরই সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ ও সেনারাও সেখানে সতর্ক অবস্থানে ছিল। তারপরও কীভাবে ওই পথ দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক গেল? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওই জায়গা দিয়ে ট্রাক যাওয়াটা আমাদের ব্যর্থতাই। ট্রাক ওই জায়গা দিয়ে যাওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।”

জানাজার নামাজের আগে নয়নের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়।

জানাজা শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সোয়ানুর জামান নয়নের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে প্রয়াত এই ফায়ারফাইটারকে।

বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কয়েকশ গজ দূরেই সচিবালয়।

রাত ২টা আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় সচিবালয়ে। তাদের সহায়তা করতে যোগ দেয় পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

১০ ঘণ্টা পর বেলা পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাকচাপায় নিহত হন ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিনির্বাপণ করার সময় সচিবালয়ের দক্ষিণ পাশের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত