দেশে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে যাওয়া কথা স্বীকার করলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ডিবি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক, কিন্তু আরও ভালো করার অবকাশ রয়ে গেছে। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, তা অস্বীকার করা যাবে না। কিন্তু ছিনতাইকারী ধরাও হচ্ছে প্রচুর।”
ডিবি অফিসে কোনও ‘আয়নাঘর’ থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ডিবি এখন থেকে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। তাদের জ্যাকেট পড়া থাকতে হবে, আইডি কার্ড সাথে রাখতে হবে। ডিবি অফিসকে ভাতের হোটেল বানানো যাবে না। আইনের বাইরে গিয়ে আমি কাজ করলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লিবিয়ায় যারা আটকা আছে, তারা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরা আমাদের সম্পদ। এদের জন্য যতটুকু করা যায় আমরা করব।”
আটকে পড়া বাংলাদেশিদের পরিবারের কাছে অনেকেই মুক্তিপণ নিচ্ছে বলে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এসব ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট তথ্য লাগবে। ভুক্তভোগী কেউ যোগাযোগ করলে আমরা স্বর্বাত্মক সহযোগিতা করব। থানায় গেলেই হবে। ওসি নিজেই এই মামলা করাতে পারবেন। তার কোনও উপরের মহলের পারমিশন লাগবে না।”
টেকনাফে সাম্প্রতিক সময়ে হওয়া অপহরণের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “টেকনাফে যারা অপহরণ হয়েছে, তাদের সবাইকে মুক্ত করা হয়েছে। মিয়ানমার বর্ডারের অবস্থা আপনারা সবাই জানেন। সেখানে পুরোটাই আরাকান আর্মির দখলে। আমাদের দুই পক্ষের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে।
“মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি– সবার সাথেই আমরা যোগাযোগে রাখছি। আমরা আমাদের সীমান্ত নিরাপদ রাখায় বদ্ধপরিকর। আমাদের সীমান্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমি যখন গিয়েছিলাম তখন ১৮ জন অপহৃত ছিল। তাদের সবাইকে র্যাব উদ্ধার করেছে।”