Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

তুরস্কে হোটেলে আগুন, নিহত ৬৬

ss-hotelat-ski-resort-210225
[publishpress_authors_box]

তুরস্কের উত্তরপশ্চিমে অবস্থিত একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।

স্কি, স্লোবোর্ডিং ও অন্যান্য শীতকালীন খেলার জন্য তৈরি ১২তলা স্কি রিসোর্ট গ্র্যান্ড কারতাল হোটেলে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। ছুটির মৌসুম চলায় ওই সময় হোটেলে ২৩৪ জন অবস্থান করছিলেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, বোলু প্রদেশের কার্তালকায়ায় ওই হোটেলের ভেতরে থাকা রেস্টুরেন্টে রাতের দিকে আগুন লাগে।

শুধু আগুনে নয়, অগ্নিকাণ্ডে ভীত হয়ে ওপর থেকে লাফিয়ে পড়েও কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রায় ১২ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বিবিসি।

বোলুর গভর্নর আব্দুলআজিজ আইদিন তুরস্কের গণমাধ্যম টিআরটিকে বলেন, ভবনের চতুর্থ তলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। তারপর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করে।

কার্তালকায়ার হোটেল থেকে বোলুর কেন্দ্রের দূরত্ব, সঙ্গে বাইরে বরফঠান্ডা আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায় বলেও জানান আইদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা থেকে ২৬৭ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ইয়েরলিকায়া সাংবাদিকদের বলেন, “আমরা খুবই বেদনাহত। হোটেলে আগুনের ঘটনায় অন্তত ৬৬ জনকে আমরা হারিয়েছি।”

আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসোগলু।

বোলুর প্রধান সরকারি আইনজীবীর কার্যালয় এরই মধ্যে আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে জানিয়ে বিচারমন্ত্রী ইলমাজ তুঁচ জানান, হোটেলের মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত