বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তথ্য পেতে হটলাইন নম্বর খুলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার অধিপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত, নিহতদের জন্য তথ্য প্ররণের জন্য হটলাইন নম্বরগুলো সচল রয়েছে।
নম্বরগুলো হলো, স্বাস্থ্য অধিপ্তরের স্বাস্থ্য বাতায়ন নামে পরিচিত ১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২।
সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার।”
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনে আহত এবং নিহতদের সুচিকিৎসার নিশ্চিতের দাবি তোলা হয়।
এর পরিপ্রেক্ষিতে রবিবার চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ।
সেখানে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা, সেবা দিতে অনাকাঙ্ক্ষিত দেরি এবং সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করবে ঘোষণা দেওয়ার পরও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) সেবার বিপরীতে অর্থ নেওয়ার খবর পাওয়ায যাচ্ছে।
এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশনায় বলা হয়েছে।
এ নির্দেশনা দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিষয়টি তদারক করবেন।
এছাড়া, সেদিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তার জন্য একটি নীতিমালা তৈরি, শহীদ এবং আহতদের পরিচিতিসহ একটি পূর্নাঙ্গ তালিকা প্রনয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।